শুক্রবার   ২৬ ডিসেম্বর ২০২৫   পৌষ ১২ ১৪৩২   ০৬ রজব ১৪৪৭

আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠক আজ

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:২৫ এএম, ৫ এপ্রিল ২০১৯ শুক্রবার

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠক আজ। 

শুক্রবার বিকেল ৫টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে। 

 

বৈঠকে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দলীয় সূত্রে জানা গেছে, আজকের বৈঠকে চলমান উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিরোধিতাকারী ও বিদ্রোহী প্রার্থীদের সমর্থনকারী মন্ত্রী-এমপি ও দলীয় নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেয়া হবে। এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের প্রতিবেদন উপস্থাপনের পর বৈঠকে এ নিয়ে আলোচনা করা হবে। 

বৈঠকে ৫ মে ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে দলীয় মেয়র প্রার্থী মনোনয়নের বিষয়েও আলোচনা হতে পারে।