শুক্রবার   ২৬ ডিসেম্বর ২০২৫   পৌষ ১২ ১৪৩২   ০৬ রজব ১৪৪৭

সিঙ্গাপুরে দুর্যোগ ব্যবস্থাপনা অনুশীলন পর্যবেক্ষণে সেনাপ্রধান

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:২০ এএম, ৫ এপ্রিল ২০১৯ শুক্রবার

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ সিঙ্গাপুর সফরের সময় যৌথ দুর্যোগ ব্যবস্থাপনা অনুশীলনের চূড়ান্ত দিনের কার্যক্রম পর্যবেক্ষণ করেন। বৃহস্পতিবার তিনি চলমান এই অনুশীলন পরিদর্শন করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে সহকারী পরিচালক রাশেদুল আলম খান রাতে এ তথ্য জানান।

 

বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগের যৌথ সমন্বয়ে সিঙ্গাপুরের রিজিওনাল হিউমেনিটেরিয়ান অ্যাসিসটেন্স অ্যান্ড ডিজাস্টার রেসপন্স কো-অর্ডিনেশান সেন্টারের (আরএইচসিসি) সঙ্গে ২৫টি দেশ ও ১৫টি আন্তর্জাতিক এনজিও ৪ দিনের এই অনুশীলনে অংশ নেয়। ১ এপ্রিল থেকে সিঙ্গাপুরে এই অনুশীলন শুরু হয়। বাংলাদেশের সেনা, নৌ, বিমান বাহিনীসহ বেসামরিক কয়েকটি প্রতিষ্ঠানের ৪১ জন সদস্য এই যৌথ দুর্যোগ ব্যবস্থাপনা অনুশীলনে অংশগ্রহণ করে। দেশের বাইরে এবারই প্রথম বাংলাদেশ এই ধরনের দুর্যোগ ব্যবস্থাপনা অনুশীলনে সহযোগী আয়োজকের ভূমিকা পালন করছে।

 

সেনাবাহিনী প্রধান একই দিনে সিঙ্গাপুরের চীফ অফ ডিফেন্স ফোর্সেস লেফটেন্যান্ট জেনারেল মেলভিন অং এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও উভয় দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও পারস্পরিক সহযোগিতামূলক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সফরের সময় সেনাবাহিনী প্রধান সিঙ্গাপুরের স্বনামধন্য এসটি ক্যানেটিক ডিফেন্স ফ্যাক্টরিসহ বেশকিছু সামরিক ও অসামরিক স্থাপনা পরিদর্শন করবেন।