প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে প্রধানমন্ত্রী
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:১৪ এএম, ৫ এপ্রিল ২০১৯ শুক্রবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর শের-ই-বাংলা নগরে প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী মন্ত্রণালয়ে এলে প্রতিরক্ষা সচিব আখতার হোসেন ভূইয়া তাকে স্বাগত জানান।
পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি) মো. আবুল কালাম আজাদ, ভারপ্রাপ্ত সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল মো. সামছুল হক, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী ও বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত উপস্থিত ছিলেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে সহকারী পরিচালক রাশেদুল আলম খান বিকেলে এ তথ্য জানান।
প্রতিরক্ষা সচিব আখতার হোসেন ভূইয়া প্রধানমন্ত্রীকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকাণ্ড, বিগত বছরগুলোর উল্লেখযোগ্য সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন। পরে প্রধানমন্ত্রী দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।
প্রধানমন্ত্রী বক্তব্যে উল্লেখ করেন, জাতির পিতার সোনার বাংলা গড়ার স্বপ্ন পূরনে সশস্ত্র বাহিনীর সম্প্রসারণ ও আধুনিকায়নের কার্যক্রমগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে। সরকার তৃতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর দেশের প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় করার জন্য কাজ করে যাচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন সামরিক ও বেসামরিক প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি, স্বাধীন-সার্বভৌম, সুখী, প্রগতিশীল, আধুনিক ও অর্থনৈতিকভাবে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে প্রতিরক্ষা মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাবে বলে তিনি আশা করেন।
বক্তব্যের পর প্রধানমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন দফতর/সংস্থাগুলোর প্রধানদের সঙ্গে দাফতরিক বিষয়ে মতবিনিময় করেন। প্রধানমন্ত্রী পরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। এ সময় তিনি আবেগ আপ্লুত হয়ে পড়েন ও কিছুক্ষণ নিরবতা পালন করেন। তিনি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যবহৃত দফতর কক্ষকে সঠিকভাবে সংরক্ষণ করার জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সবাইকে ধন্যবাদ জানান। শেষে তিনি পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
