বৃহস্পতিবার   ২০ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৫ ১৪৩২   ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

দু-একদিনের মধ্যে ছাড়পত্র পাচ্ছেন ওবায়দুল কাদের

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:৩৮ এএম, ৫ এপ্রিল ২০১৯ শুক্রবার

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে শুক্র অথবা শনিবার হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হতে পারে। সেখান থেকে তাকে একটি ভাড়া বাসায় নেওয়া হবে। ওই বাসায় থেকেই আরও চিকিৎসা নেবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার সকালে এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন ওই হাসপাতালের চিকিৎসকরা।

 

সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপ-প্রধান তথ্য কর্মকর্তা আবু নাছের বৃহস্পতিবার এ তথ্য জানান।

সিঙ্গাপুরে সেতুমন্ত্রীর চিকিৎসা তত্ত্বাবধানকারী ডা. আবু নাসের রিজভী মাউন্ট এলিজাবেথের চিকিৎসকদের সঙ্গে কথা বলে তাকে এ তথ্য জানিয়েছেন উল্লেখ করে আবু নাছের বলেন, ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার দিন দিন উন্নতি হচ্ছে। চিকিৎসক ও তার আত্মীয়স্বজনের সঙ্গে স্বাভাবিক কথাও বলতে পারছেন তিনি। তবে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার পরও ফলোআপ চিকিৎসার জন্য কিছুদিন সিঙ্গাপুরেই থাকতে হবে তাকে।

গত ২০ মার্চ ওই হাসপাতালে ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি করা হয়। পরে আইসিইউ থেকে ২৬ মার্চ কেবিনে নেওয়া হয় তাকে। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ওবায়দুল কাদেরকে ৪ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়।