বুধবার   ১৭ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ১ ১৪৩২   ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

দুর্নীতি দমনে আইসিসির সঙ্গে কাজ করবে ইন্টারপোল

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:২৬ পিএম, ৪ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার

দুর্নীতি নিয়ে বরাবরই কঠোর অবস্থানে থাকে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণকারী সংস্থা আইসিসি। গেল বছর আল জাজিরায় ক্রিকেটের স্পট-ফিক্সিং নিয়ে প্রতিবেদন প্রচারের পর এবার আটঘাট বেঁধে নেমেছে ক্রিকেটের নিয়ন্তা এই সংস্থা।

তারই ধারাবাহিকতায় দুর্নীতি রোধে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সাথে যৌথভাবে কাজ করার উদ্যোগ নিয়েছে তারা।
 
এ নিয়ে সম্প্রতি একটা বিজ্ঞপ্তি দিয়েছে আইসিসি। তাতে জানানো হয়, দুর্নীতির বিরুদ্ধে আরো কার্যকর ব্যবস্থা নিতে গেল সপ্তাহে আইসিসির দুর্নীতি বিরোধী ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যালেক্স মার্শাল ফ্রান্সের লিঁওতে ইন্টারপোলের সদর দপ্তরে সংস্থাটির সাথে বৈঠক করেন।

ইন্টারপোলের সাথে বৈঠকের বিষরে মার্শাল বলেছেন, ‘আইসিসি ও ইন্টারপোল দুর্নীতির বিরুদ্ধে ঘনিষ্ঠভাবে কাজ করবে। এ বিষয়ে লিঁওতে ইন্টারপোলের সাথে আমাদের ফলপ্রসূ বৈঠক হয়েছে। আইসিসির সাথে বিভিন্ন দেশের আইন প্রয়োগকারী সংস্থার দারুণ সম্পর্ক রয়েছে। কিন্তু ইন্টারপোলের সাথে কাজ করার অর্থ হচ্ছে আমরা ১৯৪টি দেশের সাথে যুক্ত হয়ে গেলাম।’

তিনি আরো বলেন, ‘আমাদেরর লক্ষ্য হচ্ছে ক্রিকেটে দুর্নীতি প্রতিরোধ ও দুর্নীতিবাজদের ছত্রভঙ্গ করা। যেখানেই আমরা দুর্নীতির বিরুদ্ধে তদন্ত শুরু করব সেখানেই আমরা সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতা নেব। এক্ষেত্রে ইন্টারপোল আমাদের গুরুত্বপূর্ণ অংশীদার হবে।’