বুধবার   ১৭ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ১ ১৪৩২   ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

নিউজিল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

স্পোর্টস ডেস্ক:

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:২৫ পিএম, ৪ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার

ক্রিকেটের ওয়ানডে বিশ্বকাপের এখনো বাকি আরো দুই মাস। অংশগ্রহণকারী দেশগুলো এরই মধ্যে নিজেদের সেরা দল গোছাতে শুরু করে দিয়েছে। 

তবে এরই মধ্যে সবার আগে আনুষ্ঠানিকভাবে নিউজিল্যান্ড তাদের এবারের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করল। মঙ্গলবার ১৪ সদস্য বিশিষ্ট দল ঘোষণা করেছে কিউই ক্রিকেট বোর্ড।
 
নিউজিল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াডের একমাত্র চমক টম ব্লান্ডেল। ২৮ বছর বয়সী এই উইকেটকিপার-ব্যাটসম্যান প্রথমবারের মতো নিউজিল্যান্ডের ওয়ানডে স্কোয়াডে ডাক পেয়েছেন। তবে এর আগে দলের হয়ে দুইটি টেস্ট খেলেছেন তিনি।

এদিকে প্রথমবারের মতো বিশ্বকাপ স্কোয়াডে ডাক পেয়েছেন লেগ স্পিনার ইশ সোধিও।

নিউজিল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড : 
কেন উইলিয়ামসন (অধিনায়ক), মার্টিন গাপটিল, হেনরি নিকোলস, রস টেইলর, টম ল্যাথাম (উইকেটকিপার), টম ব্লান্ডেল (উইকেটকিপার), জিমি নিশাম, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল সান্টনার, ইশ সোধি, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরি, লোকি ফার্গুসন।