মোহামেডান যেখানে ঘুরে দাঁড়াবে
স্পোর্টস ডেস্ক:
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১২:২১ পিএম, ৪ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার

রাজধানীর প্রাণকেন্দ্র মতিঝিলে আছে নিজেদের পাঁচ বিঘা জমি। এই সম্পদকে কাজে লাগিয়ে আর্থিকভাবে স্বনির্ভর হওয়ার উদ্যোগ নেয়া হয়েছিল অর্ধযুগ আগে। তারপর এভাবেই চলতে থাকে কোনো আলোর মুখ দেখা হয় না।
এখন দেশের ঐতিহ্যবাহী মোহামেডান ক্লাব তাদের দৈন্য দশা তেকে মুক্ত হতে আবার সেই উদ্যোগ নিয়েছে। দ্বারস্ত হয়েছে অর্থমন্ত্রীর কাছে। তৈরি করা হবে ৫০ থেকে ৫৪ তলার বিল্ডিং। যার আয় দিয়ে চলবে এই ক্লাব।
মোহামেডানের পাশে থাকার আশ্বাস দিয়েছে অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল। যিনি দেশের আরেক ঐতিহ্যবাহী ক্লাব আবাহনীর পরিচালক।
মঙ্গলবার শেরে বাংলা নগরে অর্থমন্ত্রীর কার্যালয়ে আ হ ম মুস্তাফা কামালের সঙ্গে নিজেদের এই স্বপ্ন বাস্তবায়নের দিকনির্দেশনা নিতে আলোচনায় বসেছিলেন মোহামেডানের পরিচলনা পর্ষদ ও কয়েকজন গুরুত্বপূর্ণ স্থায়ী সদস্য। এর মধ্যে উল্লেখযোগ্য ছিলেন ক্লাবের দাতা ও স্থায়ী সদস্য সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) মো. আব্দুল মুবীন। যিনি ইউনাইটেড পাওয়ারের চেয়ারম্যানও।
আলোচনায় মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডাইরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভুঁইয়া তাদের ভবন নির্মানের পরিকল্পনা এবং অগ্রগতি সম্পর্কে অবহিত করেন অর্থমন্ত্রীকে। ভবন কেমন হবে, কি কি সুযোগ সুবিধা থাকবে তার উপর একটি পাওয়ার পয়েন্টও প্রেজেন্টেশনও তুলে ধরা হয় আলোচনায়।
অর্থমন্ত্রী মোহামেডানের এই উদ্যোগকে সাদুবাদ জানিয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে বলেছেন,‘আমাদের প্রধানমন্ত্রী খেলাধুলাকে পছন্দ করেন। সব সময় তিনি স্পোর্টসকে নিরপেক্ষ দৃষ্টিতেও দেখেন। বিষয়টি নতুন। তাই এটি প্রধানমন্ত্রীর নজরে নিতে হবে। আমার বিশ্বাস তিনি খুশিই হবেন। উদ্যোগটা খুবই ভালো। এটা করতে পারলে বিদেশি ক্লাবগুলোর মতো মোহামেডানও আর্থিকভাবে স্বনির্ভর হবে।’
পরে আলোচনার বিষয়ে অর্থমন্ত্রী গণমাধ্যমকে বলেছেন, ‘মোহামেডান কর্মকর্তারা অতীব সুন্দর একটা প্রস্তাবনা নিয়ে এসেছেন। প্রস্তাবনাটা হচ্ছে যে, তারা চান যে দেশের প্রত্যেকটি ক্লাব স্বাবলম্বি হোক। টাকা-পয়সা আয় করার ব্যবস্থা থাকুক। যাতে করে ক্লাবগুলো স্বাচ্ছন্দে চলতে পারে। যে কোনো ক্লাব চালাতে গেলে টাকা-পয়সা খরচ করতে হয়। টাকা-পয়সা কোত্থেকে আসবে? এটা একটা ভালো উদ্যোগ। যেহেতু তাদের নিজস্ব জায়গা আছে। এ জায়গা ব্যবহার করে স্পোর্টস একদিকে রান করা যাবে। এখান থেকে যে আয় হবে তা খেলার জন্য আরো বড় পরিসরে ব্যয় করাও যাবে। এ বিষয়েই আলোচনা হয়েছে। আমরা দেখছি এখন এটাকে কিভাবে বাস্তবায়ন করা যায়।’
অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা শেষে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের ডাইরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভুঁইয়া বলেন, ‘মতিঝিলে আমাদের যে মহামূল্যবান সম্পদ আছে, সেটাকে উন্নয়ন করার উদ্যোগের বিষয়টি অর্থমন্ত্রী মহোদয়কে অবহিত করেছি। আমরা মনে করি এই কমপ্লেক্স তৈরি করলে মোহামেডানের আর্থিক অনটনটা চিরতরে দুর হবে। বড় কিছু করতে হলে অনেক সাপোর্ট লাগে। সে বিষয় নিয়েই অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। তিনি আমাদের কিছু দিক নির্দেশনা দিয়েছেন। সে নির্দেশনা অনুযায়ী আমরা সামনের দিকে এগুতে পারবো।’
এই ভবন নির্মাণে আনুমানিক এক হাজার কোটি টাকার প্রয়োজন। ইতিমধ্যে মোহমেডান কতৃপক্ষ রাজউক থেকে ছাড়পত্র নিয়েছে। সিভিল অ্যাভিয়েশনের যে অনুমোদন দরকার সেটাও তারা নিয়ে রেখেছে।’