১০ এপ্রিল পান্ডিয়া-রাহুলের শুনানি
স্পোর্টস ডেস্ক:
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১২:১৬ পিএম, ৪ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার

বছরের শুরুতেই হার্দিক পান্ডিয়া ও লোকেশ রাহুলের বেফাঁস মন্তব্যের কারণে বিচারপতির নির্দেশে তাদেরকে আত্মপক্ষ সমর্থনের শুনানিতে হাজিরা দিতে হবে।
এই বছর জানুয়ারি মাসে ‘কফি উইথ করণ’নামে ভারতীয় একটি টিভি অনুষ্ঠানে যেয়ে বেফাঁস মন্তব্য করে তোপের মুখে পড়েছিলেন পান্ডিয়া ও রাহুল। যেই অনুষ্ঠানটি সম্প্রচার হয়েছিল ৯ জানুয়ারি। তখন জাতীয় দলের সাথে অস্ট্রেলিয়ায় অবস্থান করা এই দুই ক্রিকেটারকে দেশে ফেরত পাঠানোর সাথে সাথে নিষিদ্ধও করা হয়েছিল।
সুপ্রিমকোর্ট দ্বারা নিযুক্ত বিসিসিআইয়ের (ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড) বিচারপতি জেকে জাইন এই দুই ভারতীয় ক্রিকেটারকে আত্মপক্ষ সমর্থনের জন্য শুনানিতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।
আগামী ৯ এপ্রিল (মঙ্গলবার) হার্দিক পান্ডিয়া এবং পরের দিন ১০ এপ্রিল (বুধবার) লোকেশ রাহুলকে ডাকা হয়েছে। শুনানি অনুষ্ঠিত হবে মুম্বাইয়ে।
এই দুই ক্রিকেটার এখন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ নিয়ে ব্যস্ত আছেন। হার্দিক পান্ডিয়া খেলছেন মুম্বাই ইন্ডিয়ানসে এবং লোকেশ রাহুল আছেন কিংস ইলেভেন পাঞ্জাবে। আগামী ১০ এপ্রিল রাহুলের শুনানির দিনেই মুখোমুখি হবে এই দুই দলও। তাই ধারণা করা হচ্ছে তিনি হয়তো শুনানিতে হাজির হতে পারবেন না।
ক্রিকেটাররা শুনানিতে হাজির হবেন কিনা এই বিষয়টা তাদের ওপরেই ছেড়ে দিয়েছেন বিচারপতি জেকে জাইন। তিনি বলেন, ‘আমি তাদের কাছে বিজ্ঞপ্তি পাঠিয়েছি। এখন তারা আসবে কিনা সেটা তাদের ব্যাপার। এটাই বিচারের স্বাভাবিক প্রক্রিয়া। অভিযুক্ত কারো আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই তাকে অপরাধী হিসেবে গণ্য করা যাবে না।’
এই বিচার প্রক্রিয়ার কোনো নির্দিষ্ট সময় বেধে দেয়া হয়নি। তবে বিসিসিআই এবং ভারতের জাতীয় দলের নির্বাচকরা চাচ্ছেন দ্রুতই এই সমস্যার সমাধান করতে।
কারণ আগামী মে মাসের ৩০ তারিখ থেকেই বিশ্বকাপ শুরু। তার আগে চলতি মাসের শেষ সপ্তাহেই দলগুলোকে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করতে হবে।