বুধবার   ১৭ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ১ ১৪৩২   ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

ওয়ানডে না খেলেই নিউজিল্যান্ড দলে

স্পোর্টস ডেস্ক:

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:১৫ পিএম, ৪ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার

নিউজিল্যান্ড ভিন্ন ভাবে  তাদের ১৫ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করেছে। 

বুধবার ক্রাইস্টচার্চে ঘোষিত দলে বড় চমক হিসেবে জায়গা পেয়েছেন টম ব্লান্ডেল। যিনি এখনও দেশের হয়ে কোনো ওয়ানডে ম্যাচ খেলেননি। 
 
২৮ বছর বয়সী ব্লান্ডেলের মূলত কপাল খুলেছে টিম শেইফার্টের ইনজুরির কারণে। বিকল্প উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন তিনি।

জায়গা ধরে রেখেছেন কলিন মুনরো। যদিও তাকে হেনরি নিকোলস আর মার্টিন গাপটিলের বিকল্প হিসেবে রাখা হয়েছে। পেস বোলিং অলরাউন্ডার কোটায় আছেন জিমি নিশাম আর কলিন ডি গ্র্যান্ডহোম। হাঁটুর সার্জারির পর মাঠে ফেরা মিচেল স্যান্টনার থাকবেন প্রধান স্পিনার হিসেবে। তার সঙ্গে থাকছেন লেগস্পিনার ইশ সোধি।

চলতি মাসের শেষ দিকে ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ড দুই দিনের ট্রেনিং ক্যাম্পে অংশ নেবে। এরপর তিনটি অনানুষ্ঠানিক ওয়ানডে খেলার জন্য অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দেবে ব্ল্যাক ক্যাপসরা। 

যদিও বিশ্বকাপ দলের বড় একটা অংশ আইপিএলে থাকায় এই সিরিজে থাকতে পারবেন না বেশ কজন খেলোয়াড়।