বুধবার   ১৭ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ১ ১৪৩২   ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

ওজিলকে দাওয়াত দিলেন শাহরুখ

স্পোর্টস ডেস্ক:

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:০৯ পিএম, ৪ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার

শাহরুখ খান ও মেসুত ওজিল। একজন বলিউড বাদশাহ, অন্যজন ছিলেন বিশ্বকাপজয়ী জার্মান মিডফিল্ডার। 

সোমবার নিজেদের মাঠ এমিরেটসে নিউ ক্যাসলের বিরুদ্ধে অসাধারণ এক জয় পেয়েছিল মেসুত ওজিলের ক্লাব আর্সেনাল। এরপরই শাহরুখ খানের সঙ্গে ছবি তোলেন ওজিল। ছবি তোলার সুযোগ পেয়েছেন আর্সেনালের সুইস তারকা গ্রানিত জাকাও।
 
তারকা ফুটবলার মেসুত ওজিল এখন জার্মানির সাবেক। রাশিয়া বিশ্বকাপের পরই তিনি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন। যদিও দাপটের সঙ্গে খেলে যাচ্ছেন ক্লাব ফুটবল।

তারই বিশেষ আমন্ত্রণে সোমবার এমিরেটস স্টেডিয়ামে খেলা দেখতে গিয়েছিলেন বলিউড বাদশাহ। ম্যাচ শেষ হওয়ার পর শাহরুখকে নিয়ে মেতে ওঠেন গানার ফুটবলাররা।

যার আমন্ত্রণে শাহরুখ বিশেষ অতিথি হিসেবে এমিরেটসে খেলা দেখতে গেলেন, সেই মেসুত ওজিল তার বান্ধবী আমিনে গুলসা এবং শাহরুখের সঙ্গে নিজের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন। শাহরুখের হাতে তিনি নিজের নাম লেখা দশ নম্বর জার্সিও তুলে দেন।
 
ওজিল লিখেছেন, ‘আমার কাছে এই দিনটা খুব আনন্দের। আমন্ত্রণে সাড়া দিয়ে বিশেষ অতিথি হিসেবে তুমি ম্যাচ দেখতে এসেছিলে। এখানে আসার জন্য অনেক ধন্যবাদ।’

পাল্টা জবাব দিয়েছেন বলিউড বাদশাহও। টুইটারে শাহরুখ লিখেছেন, ‘সোমবারের ম্যাচ দেখার জন্য তুমি যে আমাকে আমন্ত্রণ করেছিলে, সেটা আমার কাছে বড় একটা সম্মান পাওয়ার মতো। পরে আবার ডাক পেলে আসব।’

আরও একটি টুইটে ওজিলকে আমন্ত্রণ জানিয়ে শাহরুখ লিখেন, ‘সোমবারের সন্ধ্যাটা দারুণ কেটেছে। ওজিল এবং তার বান্ধবী আমিনে গুলসার উষ্ণ অভ্যর্থনায় আমি অভিভূত। এমন আপ্যায়ন খুব কমই পাওয়া যায়। আশা করি, তোমাদের দুজনকেই দ্রুত ভারতে দেখতে পাব।’