ফের আটকে গেল জিএম কাদেরের পুনর্বহাল
নিউজ ডেস্ক:
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১১:৩৫ এএম, ৪ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার
রংপুরের নেতাদের প্রতিশ্রুতি দেয়ার পরও আটকে গেল এরশাদের প্রতিশ্রুতি। রংপুরের নেতাদের দেয়া আল্টিমেটামের যুক্তি অনুধাবন করে জিএম কাদেরকে পুনর্বহালের সিদ্ধান্ত ফের আটকে দেয়া হয়েছে।
বুধবার রংপুরের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাকে ডেকে বিস্তারিত আলাপ করেন এরশাদ। এরপর অল্প সময়ের নোটিশে ছোট ভাই জিএম কাদেরকে আগের দায়িত্বে পুনর্বহালের সিদ্ধান্ত জানাতে উদ্যোগ নিয়ে চিঠি ইস্যূর জন্য তলব করা হয় চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি সুনীল শুভ রায়কে। মোস্তফা প্রেসিডেন্ট পার্ক থেকে বের হবার পর, ডেকে আনা হয় সুনীল শুভকে। তাকে চিঠি ইস্যুর সিদ্ধান্ত জানানো হয়। এতে তিনি আপত্তি করেন বলে জানায় এরশাদের ব্যক্তিগত একটি সূত্র। প্রেসিডেন্ট পার্ক সূত্র জানায়, এর পর পর কে বা কারা খবর দিয়ে ডেকে আনে সাদ, হাওলাদার ও মেজর অবসরপ্রাপ্ত খালেদ আখতারকে। তারা এসে জিএম কাদেরকে পুনর্বহালে জোর আপত্তি তোলেন। এতেও ক্ষান্ত হননি এরশাদ।
পুনর্বহালের চিঠি টাইপ করে আনতে বলা হয়। তাতে ফের বাধা দেন সুনীল শুভসহ সুযোগ সন্ধানীরা। এরপর উপায় অন্তর না পেয়ে ওই গ্রুপটি রওশনকে দিয়ে এরশাদকে ম্যানেজের চেষ্টা চলায়। এরপরই আটকে যায় স্বাক্ষরিত চিঠি।
এদিকে রংপুর ও ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে দেয়া আল্টিমেটাম থেকে সরে আসেনি তারা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা জানান, জিএম কাদেরের দায়িত্ব পুনর্বহাল না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না তারা। আরো কঠোর কর্মসূচি দেয়া হবে। প্রয়োজনে এরশাদ মুক্তি আন্দোলনের পথে হাটবেন তারা।
জিএম কাদেরের পুনর্বহালের চিঠি আটকে দেয়া প্রসঙ্গে জানতে সুনীল শুভর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে বন্ধ পাওয় যায় মোবাইল ফোন।
