মঙ্গলবার   ১৮ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৩ ১৪৩২   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

২৬ বছর বয়সী তরুণীর প্রেমে অজয়!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:৫৪ পিএম, ৩ এপ্রিল ২০১৯ বুধবার

বলিউড তারকা অজয় দেবগন নতুন করে প্রেমে পড়েছেন। অজয়ের নতুন প্রেমিকার নাম রকুলপ্রীত সিংহ! তবে বাস্তবে নয়; সিনেমার চরিত্রের প্রয়োজনে এটা করতে হয়েছে অজয়কে।

 

দ্য স্ট্যাটম্যান জানায়, 'দৃশ্যম' খ্যাত তারকা অজয়ের আজ ছিল ৫০তম জন্মদিন। এদিন সকাল থেকেই ভক্তদের শুভেচ্ছায় সিক্ত হোন অজয়। এছাড়াও পরিবারের সঙ্গেও কেক কাটেন তিনি।

অজয়ের জন্মদিনেই মুক্তি পেল তার অভিনীত 'দে দে পেয়ার দে' ছবিটি ট্রেলার। সেখানেই চিত্রনাট্য এগিয়েছে ৫০ বছরের নায়ক আর ২৬ নায়িকাকে ঘিরে। সিনেমায় কাহিনীতে নায়ক অজয়ের সঙ্গে প্রেম হওয়া নায়িকার বয়সের পার্থক্য ২৪ বছরের।

অজয়ের প্রেমিকার চরিত্রে রকুলপ্রীত সিংহ ছাড়াও তার সাবেক স্ত্রীর চরিত্রে দেখা মিলবে তব্বুকে। সব কিছু ঠিক থাকলে ছবিটি মুক্তি পাবে আগামী ১৭ মে।