মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ৩১ ১৪৩২   ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

সোনমের ন্যয় চোখ সাজাতে...

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:২৫ পিএম, ৩ এপ্রিল ২০১৯ বুধবার

সোনম কাপুরের ডাগর কালো দু’টি আঁখিতে যেন বিশ্ব মাতোয়ারা! তাইতো এই বলিউড কুইন সাজ সম্পূর্ণ করতে বরাবরই চাখকে বেশি প্রাধান্য দিয়ে থাকেন। এমনকি বিভিন্ন রঙে চোখ সাজাতেও তিনি দ্বিধাবোধ করেননা! আর করবেনই বা কেন, যেকোনো রঙই তার চোখ দু’দিকে আরো আকর্ষণীয় করে তোলে। সোনমের অনেক ভক্তই তার সাজে বিমোহিত ও মুগ্ধ হয়ে তাকে অনুসরণ করেন। আপনিও যদি সোনমের মেকআপ সিক্রেট জানতে চান ও তার মত চোখ সাজাতে চান তবে জেনে নিন কয়েকটি ধাপ-

 

১. প্রথমেই মুখ ক্লিন্জিং দিয়ে পরিষ্কার করে নিন। তৈলাক্ত ত্বক হলে অবশ্যই অয়েল কন্ট্রোল ফেস ওয়াশ ব্যবহার করবেন।

২. এবার টোনার ব্যবহার করে কিছুক্ষণ অপেক্ষা করে ত্বকের ধরন অনুযায়ী ম্যাট প্রাইমার ব্যবহার করে ফাউন্ডেশন লাগিয়ে নিন। তবে অবশ্যই ফাউন্ডেশন অল্প পরিমাণে ব্যবহার করবেন এবং তা যেন অবশ্যই ম্যাট হয়।

৩. ত্বকের বিভিন্ন ব্রণের দাগসহ ডার্ক সার্কেল ঢাকতে কন্সিলর ব্যবহার করুন। অবশ্যই মনে রাখবেন, কন্সিলর ভুলেও কখনো পুরো মুখে মাখবেন না।

৪. বেস মেকআপ প্রায় শেষ! এবার কন্টোরিং পাউডার দিয়ে বিউটি ব্লেন্ডারের সাহায্যে চেপে চেপে মেকআপ বসিয়ে দিন। পরবর্তীতে, তুলির ব্রাশের সাহায্যে নিচ থেকে উপরের দিকে ব্রাশ করে বাড়তি পাউডার ঝেড়ে ফেলুন।

 

সোনম কাপুর

সোনম কাপুর

৫. পছন্দসই ব্লাশন ব্যবহার করুন। এরপর অবশ্যই নাকের ডগায়, চিক বোনে এবং ঠোঁটের ‘ভি’ পয়েন্টে হাইলাইট ব্যবহার করুন।

 

৬. এবার তবে চলে যাওয়া যাক ডাগর দু’টি আঁখিতে! প্রথমেই চোখের এরিয়াতে আই প্রাইমার ব্যবহার করুন। আইশ্যাডো ব্রাশের সাহায্যে নীল রঙের শ্যাডো চোখের ভেতর ও বাইরের কোণায় লাগিয়ে ব্লেন্ড করুন। তবে যেন পুরো চোখের পাতায় ব্যবহার করবেন না।

৭. বেগুনি রং এবার নিয়ে চোখের বাইরের কোণায় লাগিয়ে ব্লেন্ড করে নিন তবে যেন নীল ও বেগুনি রং একসঙ্গে না মিশে যায়।

৮. এবার হলুদ রং নিয়ে চোখের উপরে অর্থ্যাৎ, ভেতরের কোণা থেকে নীল অংশ পর্যন্ত ব্যবহার করে ভালোভাবে ব্লেন্ড করুন। এবার গোলাপি আই পেন্সিল দিয়ে আইল্যাশ বরাবর  টেনে আইলাইনার টেনে নিন। সবশেষ ব্রাউন রঙের কাজলে রেখা টেনে গাঢ় মাশকারায় আইল্যাশ কালো করে চোখের সাজ সমাপ্ত করুন।

৯. ঠোঁটে হালকা রঙ ব্যবহার করতেই সোনম পছন্দ করেন। গোলাপি রংটিকেই বেশি প্রাধান্য দেন তিনি।

১০. যেকোনো অনুষ্ঠানেই সোনমের এই সাজটি আপনাকে মানিয়ে যাবে হোক সেটা রাতে অথবা দিনে। তবে এই গরমে যেকোনো মেকআপ করার পূর্বে আপনার মেকআপ পণ্যগুলো ওয়াটারপ্রুভ কি-না তা যাচাই করে নিবেন।