বুধবার   ১৭ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ১ ১৪৩২   ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

ওজিলের আমন্ত্রণে মাঠে বসেই আর্সেনালের খেলা দেখলেন শাহরুখ খান

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:১০ পিএম, ৩ এপ্রিল ২০১৯ বুধবার

জার্মানির জনপ্রিয় ফুটবল তারকা মেসুত ওজিলের আমন্ত্রণে সোমবার মাঠে বসেই আর্সেনালের খেলা দেখলেন বলিউড সুপার স্টার শাহরুখ খান।

 

খেলা দেখার পর আর্সেনালের জার্মান তারকা মেসুত ওজিলের সঙ্গে একই ফ্রেমে বন্দি হলেন বলিউড তারকা শাহরুখ খান। এসময় তাদের সঙ্গে ছিলেন ওজিলের বাগদত্তা অভিনেত্রী এমিনি গুলসে।

মঙ্গলবার দুপুরে এ নিয়ে ফেসবুক স্ট্যাটাসে শাহরুখ খান বলেন, ‘একটি সুন্দর সন্ধ্যা উপহার দিয়েছে আরসেনাল। ধন্যবাদ মেসুত ওজিল ও এমিনি গুলসে। তোমাদের উষ্ণ ভালোবাসা ও আতিয়েথায় আমি মুগ্ধ। তোমাদেরও শীঘ্রই ভারতে দেখতে চাই।’