শুক্রবার   ২৬ ডিসেম্বর ২০২৫   পৌষ ১২ ১৪৩২   ০৬ রজব ১৪৪৭

শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:৩৯ পিএম, ২ এপ্রিল ২০১৯ মঙ্গলবার

রাজধানী ঢাকাসহ সারাদেশের বিভিন্ন জায়গায় আগামী শুক্রবার পর্যন্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার আবহাওয়া অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

 

আবহাওয়াবিদ আব্দুর রহমান জানান, আগামী তিনদিন অর্থাৎ শুক্রবার পর্যন্ত ঢাকাসহ দেশের কিছু কিছু স্থানে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বুধবার (৩ এপ্রিল) সকাল পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।