বৃহস্পতিবার   ১৪ আগস্ট ২০২৫   শ্রাবণ ৩০ ১৪৩২   ১৯ সফর ১৪৪৭

আপনার ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করতে লাগবে ৭০ হাজার টাকা!

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৭:৫১ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৮ রোববার

আপনার ফেসবুক অ্যাকাউন্টের দাম কত হতে পারে? কিংবা আপনি কত টাকার বিনিময়ে আপনার ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দিবেন? প্রশ্নগুলো শুনতে যতটা না হাস্যকর ততটা সিরিয়াস। একবার ভেবেই দেখুন না আপনাকে কত টাকা দেয়া হলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দিবেন?

আমেরিকার টাফ্ট বিশ্ববিদ্যালয়ের গবেষকরা নিলামের ব্যবস্থা করেছিল যাতে ব্যবহারকারীরা একদিন থেকে এক বছর তাদের ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ রাখতে পারে কত টাকার বিনিময়ে।

ওই গবেষণায় দেখা যায়, একজন ব্যবহারকারীকে ৭০ হাজার টাকা দিলে তিনি তার অ্যাকাউন্টটি বন্ধ, হস্তান্তর বা ডিঅ্যাকটিভ করতে রাজি হন। এই গবেষণার প্রতিবেদন প্রকাশিত হয়েছে প্লোস ওয়ান জার্নালে।

 

ওই জার্নালে মার্কিন অধ্যাপক জয় কোরিয়ান বলেন, ‘সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেট এখন আমাদের জীবনকে বদলে দিয়েছে এবং আত্মীয়স্বজন বন্ধুবান্ধবের সঙ্গে কেমন করে যোগাযোগ রাখা হবে তা ঠিক করে দিচ্ছে কিন্তু কোনও প্রমাণ পাওয়া যায় না এই ইন্টারনেট আমাদের বড়লোক করে দিচ্ছে।’

তিনি আরো বলেন, ‘আমরা বুঝতে পারছি ফেসবুকের চরম মূল্য রয়েছে জনগনের কাছে যা আমাদের ধনী করেছে অথবা উৎপাদনশীল করছে।’

গবেষকরা তিনটি নিলাম করে এবং এজন্য নমুনা হিসেবে কলেজের ছাত্র, কমিউনিটি মেম্বার এবং অনলাইন থেকে সংগ্রহ করে নিয়েছে। কতদিন অ্যাক্যাউন্ট বন্ধ রাখা হয়েছে তার প্রমাণ দেখিয়ে অর্থ পেয়েছে। ফলে নিলামে অংশ গ্রহণকারীরা প্রকৃত অর্থে আর্থিক লাভবান হচ্ছে।

দেখা গিয়েছে কমিউনিটি মেম্বারদের তুলনায় ছাত্রদের কাছে ফেসবুক বেশি মূল্যবান। তবে ২.২ মিলিয়ন ব্যবহারকারীর এই ফেসবুকের বাজার মূল্য হল ৪২০ মিলিয়ন ডলার মানে প্রতি ব্যবহারকারীর মূল্য প্রায় ১৯০ ডলার। অর্থাৎ সমীক্ষার তুলনায় এই মূল্য এক চতুর্থাংশের কম।