বুধবার   ১৭ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ১ ১৪৩২   ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

অশ্বিনকে কেটে টুকরো করে সমালোচিত অ্যান্ডারসন, ভক্তদের নিন্দা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:১৫ পিএম, ২ এপ্রিল ২০১৯ মঙ্গলবার

আইপিএলে রাজস্থান রয়্যালসের জস বাটলারকে মানকাড রানআউট করে বিতর্কের জন্ম দেন অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিংস ইলেভেন পাঞ্জাব অধিনায়ককে অনেকেই ধুয়ে দিচ্ছেন।

 

এবার সেই ঘটনার নিন্দা জানাতে গিয়ে বেশ অদ্ভুত কাণ্ডই ঘটিয়ে ফেললেন কিংবদন্তি ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন। বিবিসির একটি অনুষ্ঠানে মেশিন দিয়ে অশ্বিনের ছবি কেটে টুকরো টুকরো করে ফেলেন তিনি। এই নিয়ে শুরু হয়ে গিয়েছে আলোচনা-সমালোচনার।

সামাজিক যোগাযোগ মাধ্যমের বদৌলতে সেই ঘটনা ভাইরাল হয়ে গেছে। টুইটারে একটি ভিডিও দেখা যাচ্ছে। তাতে জানানো হয়, মানকাড কাণ্ডের জন্য অশ্বিনকে শাস্তি দিচ্ছেন অ্যান্ডারসন।

 

অ্যান্ডারসনের এই ভিডিওর পর নিন্দার ঝড় উঠেছে ভারতে। ভক্ত, সাবেক ক্রিকেটার সকলেই নিন্দা জানিয়েছেন এই ধরনের আচরণের। তাদের দাবি অশ্বিন যা করেছে তা হয়তো ঠিক ছিল না, তবে অ্যান্ডারসনের মতো একজন তারকা খেলোয়াড়ের এমন করাটা মোটেও ঠিক হয়নি।

গেল মাসের শেষদিকে রাজস্থান ইনিংসের ১৩তম ওভারে বল হাতে আক্রমণে ছিলেন অশ্বিন। তিনি ওভারের পঞ্চম বলটি করতে উদ্যত হলে ডেলিভেরির আগেই ক্রিজ ছেড়ে বেরিয়ে যান নন-স্ট্রাইক প্রান্তে থাকা বাটলার। এ ইংলিশ ব্যাটসম্যানের অসচেতনতার সুযোগে স্ট্যাম্পের বেলস ফেলে দিয়ে রানআউটের আবেদন করেন অশ্বিন।

টেলিভিশন রিপ্লে দেখে, সবাইকে অবাক করে হতভম্ব বাটলারকে আউট ঘোষণা করেন থার্ড আম্পায়ার। এর সঙ্গে সঙ্গে জমে ওঠে বিতর্ক।