বুধবার   ১৭ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ১ ১৪৩২   ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

১২ লাখ রুপি জরিমানার কবলে রাহানে

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:৫৯ পিএম, ২ এপ্রিল ২০১৯ মঙ্গলবার

চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মাত্র ৮ রানে পরাজিত হওয়ার দুঃখ ভুলতে না ভুলতেই  আরেকটি দুঃসংবাদ পেয়েছেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক আজিঙ্কা রাহানে। শুধু তাই নয়, জরিমানা হিসেবে ১২ লাখ রুপি গুনতে হচ্ছে তাকে। স্লো-ওভার রেটের জন্যই এই শাস্তি পেয়েছেন তিনি।

 

ধোনির চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে ইনিংস শেষ করতে পারেনি রাজস্থান। আর এর ফল ভোগ করতে হচ্ছে দলনেতা রাহানেকে।

চলতি আসরে এর আগে একই ঘটনার সম্মুখীন হতে হয়েছিল রোহিত শর্মাকে। কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে স্লো-ওভার রেটের জন্য সাজা দেওয়া হয় মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ককে।

 

রাহানের শাস্তি পাওয়ার দিনে এমএস ধোনির তাণ্ডবে লণ্ডভণ্ড হয় রাজস্থানের স্বপ্ন। আগে ব্যাট করে ১৭৫ রান সংগ্রহ করে চেন্নাই। রাজস্থানের ইনিংস শেষ হয় ১৬৮ রানে।