মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ৩১ ১৪৩২   ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

‘ব্রণের দাগ’ দূর করতে ফেসপ্যাক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:১৫ পিএম, ২ এপ্রিল ২০১৯ মঙ্গলবার

নারী পুরুষ নির্বিশেষে ব্রণের দাগ একটি বিরক্তিকর বিষয়। বিশেষ করে নারীদের ত্বকে ব্রণের দাগ যেন মুখের সব সৌন্দর্য নষ্ট করে দেয়। গরম, ত্বকে পানির অভাব, অতিরিক্ত তৈলাক্ততা ও বিভিন্ন দূষণের কারণে ব্রণ হয়, সঙ্গে এর দাগও রয়ে যায়। তাই গরমে প্রতিদিন অন্তত ২ থেকে আড়াই লিটার পানি পানের অভ্যাস করুন, দৈনিক ৮ ঘণ্টা ঘুম নিশ্চিত করুন ও ফাস্টফুড জাতীয় খাবার গ্রহণ থেকে বিরত থাকুন। দৈনিক এই অভ্যাসগুলো গড়ে তোলার পাশাপাশি ঘরোয়া এই ফেস প্যাকটি ব্যবহার করুন। যা আপনার ব্রণের দাগ দূর করবে খুব সহজেই। চলুন তবে দেখে পদ্ধতিটি-  

অ্যালোভেরা জেল ১ টেবিল চামচ, মধু ১ টেবিল চামচ এবং লেবুর রস আধা চা চামচ এই তিনটি উপাদান ভালো করে মিশিয়ে ফেস প্যাক তৈরি করুন। এরপর ব্রণের ওপর লাগিয়ে অপেক্ষা করুন ও ২০ মিনিট পর ঠান্ডা পানি ধুয়ে ফেলুন। এবার শুকনো কাপড় দিয়ে মুখ মুছে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। সপ্তাহে শুধুমাত্র দু’বার এই ফেস প্যাক ব্যবহারে আপনার ব্রণের দাগ দূর হবে খুব দ্রুত।