গরমেও ঠিক রাখুন মেকআপ
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:১২ পিএম, ২ এপ্রিল ২০১৯ মঙ্গলবার

মেকআপ গলে যাওয়া নিয়ে কত চিন্তা করতে হয় গরমে! যা আপনার নিজের প্রতি আত্মবিশ্বাসকেও নষ্ট করে দেয়। মেকআপ করার ঘণ্টাখানেক পড়েই যদি গলে যাওয়া বা হালকা হওয়া শুরু করে তাহলে বুঝতে হবে পদ্ধতিতে গড়মিল হচ্ছে। চলুন তবে জেনে নেয়া যাক মেকআপ দীর্ঘস্থায়ী করার সহজ কিছু কৌশল-
পাউডার ব্যবহার: ত্বকে সামান্য পরিমাণ পাউডার ব্যবহার মেকআপ ভালোভাবে বসাতে সাহায্য করে। তাই মেকআপের পর ত্বকে পাউডার ব্যবহার করুন।
সঠিক প্রাইমার ব্যবহার: প্রাইমার ত্বকের আর্দ্রতা ধরে রাখতে এবং মেকআপের জন্য ত্বকে মসৃণভাব তৈরি করতে সাহায্য করে। আর পাউডার তা দীর্ঘক্ষণ ধরে রাখতে সাহায্য করে।
উন্নত ময়েশ্চারাইজার: উন্নত মানের ময়েশ্চারাইজার ব্যবহার করলে সারাদিন ত্বকের আর্দ্রতার ভারসাম্য বজায় থাকে। কারণ দিনের সময় পার হওয়ার সঙ্গে সঙ্গে ত্বকের আর্দ্রতাও পরিবর্তন হতে থাকে।