শুক্রবার   ২৬ ডিসেম্বর ২০২৫   পৌষ ১১ ১৪৩২   ০৬ রজব ১৪৪৭

জিনসের অন্তর্বাস! দাম শুনলে চোখ হবে ছানাবড়া

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:১০ পিএম, ২ এপ্রিল ২০১৯ মঙ্গলবার

দিনে দিনে বেড়েই চলেছে ফ্যাশনের রকমফের। আজব, আদ্ভুত পোশাকই আজকালকার হট ফ্যাশন ট্রেন্ড ৷ তেমনই এখন সবচেয়ে নজর কাড়ছে জিনসের প্যান্টি ৷ 

জিনসের কাপড়ে তৈরি এ প্যান্টিতে পা দু’টি থাকবে উন্মুক্ত ৷ ডেনিম এ অন্তর্বাস এখন দারুণ জনপ্রিয় ৷ তবে এর দাম শুনলে চোখ হবে ছানাবড়া। একেকটির দাম প্রায় ৩১৫ ডলার ৷ ভারতীয় মুদ্রায় যা ২১, ৮০০ টাকার কাছাকাছি ৷ আর বাংলাদেশে যার দাম পড়বে ২৬,৬১৭ টাকা।  

 

এর আগে থং জিনস, আপসাইড-ডাউন শর্টস, এক্সট্রিমলি কাটআউট জিনসের ফ্যাশনেও অনেকে নাক কুঁচকেছেন ৷ কিন্তু তারপরও দাপিয়ে ফ্যাশন দুনিয়ায় রাজত্ব করেছে এ ‘অফ দ্য রুট’ ফ্যাশন ৷

এবার ডেনিমের অন্তর্বাস ঝড় তুলল অনলাইন ও অফলাইন মার্কেটে ৷