মঙ্গলবার   ১৮ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৩ ১৪৩২   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

গ্র্যামি জয়ী র‌্যাপার নিপসিকে গুলি করে হত্যা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:১৩ পিএম, ২ এপ্রিল ২০১৯ মঙ্গলবার

লস অ্যাঞ্জেলেসের র‌্যাপার নিপসি হাসল। র‌্যাপার জগতে পরিচিত একটি নাম। এছাড়া এ বছর পেয়েছিলেন গ্র্যামি মনোনয়নও। সেই র‌্যাপারকে দুর্বৃত্তরা হত্যা করেছে গুলি করে। রোববার বিকেলে নিজের দোকানের সামনেই খুন হন তিনি।

নিপসির মৃত্যুতে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে সেলিব্রিটি মহলে। তারা দায়ী করছে দেশের অস্ত্র-নীতিকেই।

 

শহরের মেয়র এরিক গ্রাসেটি টুইটে লিখেছেন, মর্মান্তিক ঘটনা। নিপসি হাসলের প্রিয়জনদের পাশে আছি। অনুভূতিহীন এই ধরনের হামলায় যখনই কোনো তরতাজা প্রাণ শেষ হয়ে যায়, অসম্ভব যন্ত্রণা হয় লস অ্যাঞ্জেলেসের।

তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সন্দেহভাজন বন্দুকধারীকে এখনো গ্রেফতার করা যায়নি। নিপসিকে খুব কাছ থেকে গুলি করা হয়। ওই ঘটনায় আহত হয়েছেন আরো দু’জন। স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, এই ঘটনা পূর্বপরিকল্পিত এবং কোনো বড় দল রয়েছে এর পেছনে।