মঙ্গলবার   ১৮ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৩ ১৪৩২   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

ঐন্দ্রিলার জন্মদিনে অঙ্কুশের মা দিলেন...

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:১২ পিএম, ২ এপ্রিল ২০১৯ মঙ্গলবার

জন্মদিন সকলের কাছেই স্পেশ্যাল। ব্যতিক্রম নন ঐন্দ্রিলা সেনও। আর রোববার ছিলো নায়িকার জন্মদিন। তবে জন্মদিনের জন্য আলাদা কোনো পরিকল্পনা করেন নি তিনি। পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে ডিনারে গিয়েছিলেন তিনি। 

জন্মদিন মানেই উপহার মাস্ট। কী পেলেন নায়িকা? ঐন্দ্রিলা হাসতে হাসতে বললেন, মা একটা ডায়মন্ড সেট দিয়েছে। কাকিমা, মানে অঙ্কুশের মা একটা সুন্দর সোনার হার দিয়েছে। অঙ্কুশ একটা দারুণ ড্রেস দিয়েছে। বিয়েবাড়িতে পরার মতো প্রায়। নিজের জন্মদিনে একটু বাড়াবাড়ি সাজাই যায়। তবে ওর থেকে আরো অনেক কিছু আদায় করব। 

 

বেশ কয়েক বছর হল, বাবাকে হারিয়েছেন ঐন্দ্রিলা। তার জন্মদিনে বাবা সব আয়োজন করতেন। তাই বাবাকে খুব মিস করছেন। ঐন্দ্রিলা বলেন, আসলে আমার জন্মদিনে বাবা খুব খুশি থাকত। অনেক বড় আয়োজন করত। নিজে ওসব করতে আর ভাল লাগে না। তবে ভবিষ্যতে করব হয়তো, বাবার মতো অত ভাল করে পারব না।