মঙ্গলবার   ১৮ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৩ ১৪৩২   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

এবার রিয়াজ

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:০১ পিএম, ২ এপ্রিল ২০১৯ মঙ্গলবার

ঢালিউডের চলচ্চিত্র নির্মাণের সংখ্যা আশঙ্কাজনক হারে কমেছে। বছরের তিন মাস পার হলেও অনেক শিল্পীই নতুন চলচ্চিত্রে নাম লেখাতে পারেনি। এদিকে সময়ের পরিবর্তনে নির্মাণ শুরু হয়েছে আন্তজাল নির্ভর ধারাবাহিক ‘ওয়েব সিরিজ’।

পপি, মিম, ইমন, চঞ্চল চৌধুরী, মমসহ অনেকেই কাজ শুরু করেছেন এই ওয়েব সিরিজে। সেই ধারাবাহিকতায় প্রথমবারেরমতো ওয়েব সিরিজে নাম লেখাতে যাচ্ছেন ঢালিউডের এক সময়ের সুপারস্টার রিয়াজ।
 
‘গার্ডেন গেম’ নামে একটি ওয়েব সিরিজে কাজ করবেন রিয়াজ। এটি পরিচালনা করছেন তৌহিদ মিতুল। বায়োস্কোপ অ্যাপস থেকে সিরিজটি প্রচার হবে। প্রযোজনাও করছেন এ প্রতিষ্ঠান।

 

এ প্রসঙ্গে  রিয়াজ ডেইলি বাংলাদেশকে বলেন, ‘গার্ডেন গেম’ নামে একটি ওয়েব সিরিজে কাজের বিষয়ে কথা হয়েছে। সিরিজটির গল্প শুনেছি। সবকিছু ঠিক থাকলে কাজটি করা হবে।

তিনি আরো বলেন, আমার কাছে অভিনয়টা বড় বিষয়। সেটা চলচ্চিত্র, টেলিছবি বা নাটক হোক। ওয়েব সিরিজকেও আমি নাটকের মতই ভাবছি, এর বাইরে কিছু নয়।

‘গার্ডেন গেম’ আগামী ৬ এপ্রিল থেকে এর শুটিং শুরু হবে বলে জানা গেছে। এতে রিয়াজ ছাড়া আরো কাজ করবেন পপি, নিপুণ ।