উপজেলা নির্বাচনে বিজয়ীদের জেলা আওয়ামী লীগের শুভেচ্ছা
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:৪৯ এএম, ২ এপ্রিল ২০১৯ মঙ্গলবার
চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনে নারায়ণগঞ্জের তিন উপজেলায় নবনির্বাচিতদের শুভেচ্ছা জানিয়েছে জেলা আওয়ামী লীগ।
সোমবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সভাপতি আব্দুল হাই ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসনাত শহীদ মো.বাদল এক বিবৃতিতে এ শুভেচ্ছা জানান।
বিবৃতিতে তারা উল্লেখ করেন, সদ্য সমাপ্ত উপজেলা নির্বাচন কোন ধরণের বিশৃঙ্খলা ছাড়াই অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে তিনটি উপজেলাতেই আওয়ামী লীগ প্রার্থীরা নিরঙ্কুশ জয় পেয়েছে। নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানদের জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে অভিনন্দন জানাই।
একই সাথে নির্বাচনে বিজয়ী উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদেরকেও জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। কোন ধরণের বিশৃঙ্খলা না করায় আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রতিও কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন তারা।
আগামী দিনে নবনির্বাচিতরা জনগণের কল্যাণে প্রধানমন্ত্রীর নেতৃত্বে কাজ করবেন এবং মানুষের দ্বোরগোড়ায় উন্নয়ন পৌঁছে দেবেন এই কামনা করেন জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
