নাশকতা উড়িয়ে দেয়া হচ্ছে না: হানিফ
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:৪১ এএম, ২ এপ্রিল ২০১৯ মঙ্গলবার
আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, এফ আর টাওয়ার, ডিএনসিসহ একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা দুর্ঘটনা, না কি নাশকতা সে বিষয়টি উড়িয়ে দেয়া হচ্ছে না।
সোমবার দুপুরে তিনি কুষ্টিয়া পৌরসভার ১শ ৫০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ১৩দিনের নানা অনুষ্ঠানের উদ্বোধনের আগে এফ আর টাওয়ারের মালিক তাসবিরুল আলমকে গ্রেফতার রাজনৈতিক কারণে বিএনপির এমন মন্তব্যের প্রেক্ষিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
হানিফ বলেন, এই বাংলাদেশে ৯৩ দিন আগুণ দিয়ে মানুষ পুড়িয়ে হত্যার যে রাজনীতি শুরু করেছিল বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তা মানুষ ভোলেনি। সে কারণেই এই অগ্নিকাণ্ডের ঘটনার পেছনেও কোনো নাশকতামূলক ষড়যন্ত্র জড়িত আছে কিনা সেটিও খতিয়ে দেখা হবে।
পরে তিনি বেলুন উড়িয়ে পৌরসভার ১শ ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে অনুষ্ঠানের উদ্ধোধন করেন।
পৌর মেয়র আনোয়ার আলীর সভাপতিত্বে এ সময় ডিসি মো. আসলাম হোসেন, এসপি এস এম তানভির আরাফাত, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলীসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
