শুক্রবার   ২৬ ডিসেম্বর ২০২৫   পৌষ ১২ ১৪৩২   ০৬ রজব ১৪৪৭

বিজিবি’র অভিযান

মার্চে ৮১ কোটি টাকার মাদকদ্রব্য জব্দ

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৩৪ এএম, ২ এপ্রিল ২০১৯ মঙ্গলবার

চলতি বছরের মার্চে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ৮১ কোটি ২৩ লাখ ৬৭ হাজার টাকার চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি। সোমবার বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা স্বাক্ষরিত এ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে- ১৩ লাখ ২২ হাজার ৪৪ ইয়াবা, ৩২ হাজার ২১৫ ফেনসিডিল, ৬ হাজার ৬৯৮ বোতল বিদেশি মদ, ১১৭ লিটার বাংলা মদ, ৫৫১ ক্যান বিয়ার, ৭৬৭ কেজি গাঁজা, ৩০০ গ্রাম হেরোইন, ৯ লাখ ৯২ হাজার ৫০০টি অন্যান্য ট্যাবলেট এবং ৬৪ হাজার ৩৮০টি এ্যানেগ্রা বা সেনেগ্রা ট্যাবলেট। 

উদ্ধার করা অন্যান্য চোরাচালানের মধ্যে ২ কেজি ৭৯৫ গ্রাম সোনা, ২৫ হাজার ৬৩৪টি ইমিটেশন গহনা, ৮৭ হাজার ৬৮০টি কসমেটিক্স, ৬ হাজার ৭৪৭টি শাড়ি, ২ হাজার ১০টি থ্রীপিস ও শার্টপিস, ৬ হাজার ৯৫০ তৈরি পোশাক, ১টি কষ্টি পাথরের মূর্তি, ৪১ হাজার ৬৭০ ঘনফুট কাঠ, ১২ হাজার ২২৯ কেজি চা পাতা, ১২টি ট্রাক, ৬টি পিকআপ, ২টি প্রাইভেটকার, ৮টি সিএনজি চালিত অটোরিকশা, ৪৩টি মোটরসাইকেল ও ৬১৫টি গাড়ির যন্ত্রাংশ। 

এছাড়া ৪টি পিস্তল, ২টি ওয়ান শুটার গান, ৩টি দেশীয় বন্দুক ও ১১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বিজিবি’র অভিযানে মাদক পাচারসহ অন্যান্য চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৮৯ জন ও অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৫৭ জন বাংলাদেশি নাগরিককে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে।