মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ১ ১৪৩২   ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

সম্পর্কে নিজের জন্যও রাখুন সময়

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:২৫ পিএম, ১ এপ্রিল ২০১৯ সোমবার

প্রথম প্রথম প্রেমে পড়ার পর সবকিছুই খুব ভাল লাগে। পছন্দের মানুষটির সঙ্গে যত সময় কাটানো হোক না কেন, মনে হয় আরো একটু সময় একসঙ্গে থাকতে পারলে ভাল হত। কিন্তু পরিস্থিতি মোটেও সব সময়ে এক থাকে না। অনেকেই বলেন প্রেম যত পুরনো হয়, ততই সম্পর্কে সমস্যা তৈরি হতে থাকে।

 

ভালোবাসার মানুষটির সঙ্গে সময় কাটাতে গিয়ে নিজের সঙ্গে সময় কাটাতে ভুলে যাচ্ছেন? তার পছন্দ-অপছন্দের খেয়াল রাখতে গিয়ে নিজে কী পছন্দ করেন তা আর মনে থাকছে না?

যদিও এতে অপরাধ বোধে ভোগার কোনো কারণ নেই। এটা খুবই স্বাভাবিক। কিন্তু আপনি যতই একটা সুন্দর সম্পর্কে থাকুন না কেন, মি টাইম অবশ্যই প্রয়োজন।

সব সম্পর্কের মধ্যে কিছুটা স্পেস দরকার, যা না পেলে সেই সম্পর্কে নিজেকে আটকা মনে হবে। তবে খেয়াল রাখুন আপনার সঙ্গী যেন আপনাকে ভুল না বোঝে। অর্থাৎ সে যেন না বোঝে যে আপনার তার সম্পর্কে আর কোনো আগ্রহ নেই।

তাকে বুঝিয়ে বলুন যে প্রতিটি সন্ধ্যায় নয় বরং ছুটির দিনেই আপনারা একসঙ্গে কাটাতে পছন্দ করবেন। আপনার সঙ্গীর যদি বোঝার ক্ষমতা ভাল হয়, তাহলে তাকে আসল কারণটা খুলে বলতেই পারেন। তারও নিশ্চয় একটু নিজের জন্য সময় দরকার। হয়তো তিনি খুশি মনেই রাজি হবেন।

তবে আপনার সঙ্গী যদি অতটা বুঝদার না হন, তাহলে তাকে একটু কৌশল করে আপনাকে বলতে হবে। আপনি যে এই সম্পর্কের প্রতি খুবই আগ্রহী তা স্পষ্ট ভাবে জানান।

আপনার জন্য মি টাইম যে আপনার ভাল থাকার সঙ্গে সম্পর্কযুক্ত তা বুঝিয়ে বলুন। প্রথমেই প্রতিদিন আধঘণ্টার মি টাইমের দাবি না জানিয়ে সপ্তাহে একটা দিন নিজের মতো কাটান। ধীরে ধীরে আপনার যতটা সময় প্রয়োজন তা ঠিক করে নিন।