মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ১ ১৪৩২   ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

ঘরেই কিছু ধাপে হেয়ার স্পা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:২০ পিএম, ১ এপ্রিল ২০১৯ সোমবার

সুন্দর করে সাজগোজ বা সুন্দর কাপড়ে শুধু সৌন্দর্য বাড়ে না। চেহারার একটি গুরুত্বপূর্ণ অংশ চুল। কিন্তু তার যথাযথ যত্ন না নিলে মলিন হয় উজ্জ্বলতা। চুলের যত্নে হেয়ার স্পা খুবই প্রয়োজন। কিন্তু তা যে পার্লারে গিয়েই করতে হবে এমন নয়। এখন ঘরেই করতে পারবেন হেয়ার স্পা। চলুন জেনে নিন তাহলে ঘরে বসে ৫টি ধাপে হেয়ার স্পা করার নিয়ম।

 

অয়েলিং

৪ চা চামচ নারিকেল তেল, ২ চা চামচ অলিভ অয়েল, ২ চা চামচ আমন্ড অয়েল, ১ চা চামচ ক্যাস্টর অয়েল ভাল করে মিশিয়ে স্টিলের বাটিতে ঢেলে চুলার উপরে ১৫ সেকেন্ড ধরে রেখে নামিয়ে নিন এবং এতে ২টা ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে নিন। এবার মাথার স্কাল্পে ও পরে পুরো চুলে ও আগা পর্যন্ত লাগিয়ে নিন। আস্তে আস্তে মাথার স্কাল্পটা ম্যাসাজ করতে থাকুন। এ অবস্থায় কমপক্ষে এক ঘণ্টা তেলটা মাথায় রাখুন।

স্টিমিং

হাতে প্লাস্টিকের গ্লাভস পরে পাত্রে হালকা গরম পানি ঢেলে তাতে একটি টাওয়েল ভিজিয়ে নিঙরে নিন এবং টাওয়েলটি দিয়ে পুরো মাথা এবং সব চুল পেঁচিয়ে নিন। এবার মিনিট দশেক অপেক্ষা করুন।

শ্যাম্পুইং

এবার টাওয়েলটি খুলে চুল ভাল করে শ্যাম্পু করে নিন। ঠাণ্ডা পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন।

কন্ডিশনিং

চুলের গোড়া বাদে পুরো চুলে কন্ডিশনার লাগিয়ে নিন। ১৫-২০ মিনিট রেখে হালকা গরম পানি দিয়ে ভালভাবে চুল ধুয়ে নিন এবং চেপে চেপে চুলের পানি ঝরিয়ে নিন।

হেয়ার মাস্ক ব্যবহার

১টা ডিম, ১টা মাঝারি পাকা কলা, ৩ চা চামচ অ্যালোভেরা জেল, ১ টেবিল চামচ টকদই, ২ চা চামচ নারিকেল তেল ভালভাবে মিশিয়ে পুরো মাথার চুলে আগাগোড়া লাগিয়ে নিন এবং শাওয়ার ক্যাপ পরে কমপক্ষে ২০ মিনিট অপেক্ষা করুন। এবার আবারো মাইল্ড শ্যাম্পু ব্যবহার করে চুল ধুয়ে ফেলুন এবং শেষে এক মগ পানিতে ৪ চা চামচ সাদা ভিনেগার মিশিয়ে তা দিয়ে চুল ধুয়ে নিন ও চুল মুছে বাতাসে চুল শুকিয়ে নিন।