শনিবার   ২২ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৮ ১৪৩২   ০১ জমাদিউস সানি ১৪৪৭

জিরোর প্রেমে পড়েছেন মালালা

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৭:৩১ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৮ রোববার

 

জিরোর প্রেমে পড়েছেন মালালা

কিং খানের ‘জিরো’ ছবি দেখে মুগ্ধ হয়েছেন নোবেলজয়ী মালালা ইউসুফজাই। বলিউডের রোমান্টিক হিরোর অভিনয় মন ছুঁয়ে দিয়েছে এই নোবেলজয়ীর। ছবিটি দেখার পর এক ভিডিওবার্তায় শাহরুখের অভিনয়ের প্রশংসা করেছেন তিনি।

শাহরুখ খানের মস্ত বড় ফ্যান মালালা ইউসুফজাই। বাদশার ছবি মুক্তি পেতেই শুক্রবার সপরিবারে ছুটে যান সিনেমা হলে। পরে একটি ভিডিওবার্তায় মালালা জানান, ছবিটি দেখে তিনি ও তার পরিবারের সকলে খুব খুশি। ছবিটি খুবই এন্টারটেনিং হয়েছে। তার পরিবারের সকলে জিরো মুভিটি পছন্দ করেছে।

 

Embedded video

মালালা এর আগেও ৫৩ বছর বয়সী অভিনেতার সঙ্গে দেখা করার আবদার জানিয়েছিলেন। বলেছিলেন, শাহরুখ অক্সফোর্ড ইউনিভার্সিটি আসলে একবার যেন তার সঙ্গে দেখা করেন।

প্রথমদিনেই সারাদেশে ২০.১৪ কোটি টাকার ব্যবসা করেছে শাহরুখ খানের জির। আনন্দ এল রাইয়ের ছবিটিতে এক বামনের চরিত্রে দেখা গেছে কিং খানকে। তার বিপরীতে অভিনয় করেছেন আনুষ্কা শর্মা ও ক্যাটরিনা কাইফ।