কুপ্রস্তাবে রাজি না হওয়ায় যা হয়েছিল এই নায়িকার
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৭:২৯ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৮ রোববার

বলিউডে অনেক থেকেই বইছে মিটু ঝড়। জনপ্রিয় নায়িকাদের তোপের মুখি এরই মধ্যে পড়েছেন অনেক খ্যাতনামা তারকা। এরই মধ্যে মুখ খুললেন আরেক জনপ্রিয় নায়িকা অদিতি রাও।
২০০৬ সালের মালয়ালাম ভাষার চলচ্চিত্র 'প্রজাপতি' দ্বারা অদিতির চলচ্চিত্র জীবন শুরু হয় অদিতির। ২০১১ সালে মুক্তি পায় তার হিন্দি সিনেমা ‘ইয়ে সালি যিন্দেগি’। ২০১১ সালেই রণবীর কাপুরের সঙ্গে ‘রকস্টার’ মুক্তি পায়। ২০১৮ সালে ‘পদ্মাবত’ সিনেমায় অভিনয় করেছিলেন মেহেরুন্নেসা চরিত্রে।
সম্প্রতি ভারতের একটি সংবাদমাধ্যমের কাছে নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন অদিতি। একটি ছবিতে কাজ চাইতে গেলে অদিতিকে বলা হয়েছিল, কাজ পেতে হলে তাকে বিছানায় যেতে হবে। সরাসরি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন তিনি।
এরপর আট মাস বেকার থাকতে হয় তাকে। তিনি বলেন, এসব নিয়ে হতাশ হয়ে কেঁদেছিলেন তিনি। মনে করলেই কষ্ট হতো, এভাবেও কেউ তার সঙ্গে কথা বলতে পারে! অদিতি বলেন, ‘এসব নিয়ে মুখ বন্ধ রাখা একধরনের সম্মতি দেওয়া।’
অদিতি মনে করেন, কেউ যদি নিজের যৌন হয়রানি প্রসঙ্গে মুখ খুলতে চায়, তবে দেরি করা উচিত নয়। আর এসব নিয়ে কেউ মুখ খুললে তার সমালোচনা করাও ঠিক নয়।
