মঙ্গলবার   ১৮ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৩ ১৪৩২   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

‘উনি এখন আমার সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী’

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:২৭ পিএম, ১ এপ্রিল ২০১৯ সোমবার

বেশ কিছুদিন ধরেই চলচ্চিত্র সংঙ্কটে দেশের প্রেক্ষাগৃহ। যার কারণে দেশের সকল প্রেক্ষাগৃহ বন্ধের ঘোষনা দিয়েছেন প্রদর্শক সমিতির নেতারা। কিন্তু চলচ্চিত্র যে একেবারেই খাদের কিনারায় এসে পৌছেছে সে বিষয়টি আগেই বুঝতে পেরেছিলেন ঢালিউডের অন্যতম প্রযোজক মো. ইকবাল হোসেন।

তাই গতবছরের শেষের দিকেই তিনি জানিয়েছিলেন যে, ঢালিউড সুপারস্টার শাকিব খানকে নিয়ে ৫টি চলচ্চিত্র নির্মাণ করবেন। এরপরই গুণী নির্মাতা কাজী হায়াতকে নিয়ে ‘বীর’ নির্মাণের ঘোষনা আসে। কিন্তু কিংবদন্তি এই নির্মাতা শারীরিক ভাবে অসুস্থ হয়ে পরায় স্থগিত হয়ে যায় কাজটি।

 

তবে থেমে থাকেননি ইকবাল হোসেন। এসকে ফিল্মের ব্যানারে আরেক গুণী নির্মাতা মালেক আফসারীকে নিয়ে শুরু করেছেন ‘পাসওয়ার্ড’ নামে আরেকটি চলচ্চিত্রের কাজ। এরই মধ্যে চলচ্চিত্রটির ৭০ ভাগেরও বেশি কাজ শেষ হয়েছে বলে ডেইলি বাংলাদেশকে জানিয়েছেন প্রযোজক ইকবাল হোসেন।

এদিকে এই প্রযোজকের সঙ্গে কাজের বিষয় নিয়ে নিজের অভিমত ফেসবুকে শেয়ার করেছেন পরিচালক মালেক আফসারী। সেখানে এই গুণী নির্মাতা লিখেছেন, মো. ইকবাল। সবাই মনে করেছে উনার সাথে আমার ভুল বুঝাবুঝি হবে। কারন উনি প্রভাবশালী প্রযোজক আর আমিঘাড় ত্যাড়া পরিচালক।

 

না তেমন কিছু হয় নাই। উল্টো'টা হয়েছে। সম্পর্ক আরো গভীর হয়েছে। উনি এখন আমার সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী। আগামী আগস্ট থেকে সুপার স্টার'কে নিয়ে আরো একটি প্রজেক্ট হতে যাচ্ছে। উনি সিনেমা বুঝেন। যে সিনেমা বুঝে সে আমাকে বুঝতে অসুবিধা হয় না। পাসওয়ার্ড।