ডাইনোসরের কঙ্কাল কিনতে গিয়ে বিপদে টাইটানিকের নায়ক
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৭:২৫ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৮ রোববার

হলিউডড সিনেমার এক আলোচিত নাম লিওনার্দো ডিক্যাপ্রিও। টেলিভিশনে শিশুশিল্পী হিসেবে অভিনয় জীবন শুরু করেছিলেন। টাইটানিক সিনেমায় অভিনয় করে পেয়েছিলেন ব্যপক জনপ্রিয়তা। এর পরে আরও অনেক সফল সিনেমার নায়ক তিনি। শুধু সিনেমাতে অভিনয়ই করেনি। সিনেমার প্রযোজক হিসেবেও তিনি সফল। বিভিন্ন সময় নানা ঘটনা ঘটিয়ে অনেকবারই সমালোচিত হয়েছেন এই নায়ক।
আবারও ঝামেলায় পড়েছেন লিওনার্দো ডিক্যাপ্রিও। জানা গেছে, ডাইনোসরের ফসিল কিনতে চেয়ে ঝামেলা পাকিয়েছেন এই কোটিপতি হলিউড স্টার। ডাইনোসর কেনার ইচ্ছে প্রকাশ করায় তার উপরে ভীষণ চটেছেন বিজ্ঞানীরা।
সম্প্রতি লিওনার্দো ১৫০ মিলিয়ন বছরের পুরনো অ্যালোসরাসের কঙ্কাল কেনার আগ্রহ প্রকাশ করেন। এই কঙ্কালটির বিশেষত্ব হলো এটি এক সঙ্গে ডাইনোসর মা ও শিশুর কঙ্কাল। যার প্রত্নতাত্ত্বিক ও বৈজ্ঞানিক গুরুত্ব অনেক। সেই গুরত্বের কথা মাথায় রেখেই বিজ্ঞানীরা প্রশ্ন তুলেছেন, শুধুমাত্র টাকা থাকলেই কি ডাইনোসরের কঙ্কাল কেনা যায়?
হলিউড স্টারদের পয়সার কোনও লেখাজোকা নেই। কিন্তু তাই বলে ডাইনোসরের জীবাশ্মের মতো দুষ্প্রাপ্য এবং বৈজ্ঞানিক প্রয়োজনে সংরক্ষণযোগ্য বস্তুকে নিজেদের ব্যক্তিগত সংগ্রহে রাখাটা কতটা নৈতিক? এই প্রশ্ন তুলছেন বিজ্ঞানীরা।
সোসাইটি ফর ভার্টেব্রেট প্যালিওন্টোলজি-র তরফে প্রতিবাদ জানিয়ে বলা হয়েছে, ডাইনোসর বা প্রাগৈতিহাসিক প্রাণীর ফসিল কারও ব্যক্তিগত সম্পত্তি হতে পারে না। টাকা থাকলেই সব কিছু হাতে পাওয়া যায় না, এটা এই সব মানুষের বোঝা উচিত।
প্রসঙ্গত, ডাইনোসরের কঙ্কালের প্রতি একটা বিশেষ টান রয়েছে লিওনার্দোর। ২০০৭-এ তিনি এক নিলাম থেকে ৬৭ মিলিয়ন বছরের পুরনো টিরানোসরাসের খুলির একটি ফসিল কেনেন ২৭৬,০০০ মার্কিন ডলারে। ভারতীয় অর্থমূল্যে যা ১ কোটি ৯৭ লক্ষ টাকারও কিছু বেশি। এই নিলামে তাঁর সঙ্গে আর এক হলিউড হিরো নিকোলাস কেজের রীতিমতো লড়াই হয় বিডিং নিয়ে। পরে জানা যায়, এই খুলিটি চোরাই।