স্বাধীনতা দিবস কুস্তি চ্যাম্পিয়ন বিজিবি ও আনসার
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১১:৫৩ এএম, ১ এপ্রিল ২০১৯ সোমবার

বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশন আয়োজিত স্বাধীনতা দিবস কুস্তি প্রতিযোগিতায় পুরুষ বিভাগে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মহিলা বিভাগে বাংলাদেশ আনসার চ্যাম্পিয়ন হয়েছে।
পুরুষ বিভাগে বিজিবি ৬ স্বর্ণ, ১ রৌপ্য ও ৩ ব্রোঞ্জ পদক জিতে চ্যাম্পিয়ন হয়েছে। এ বিভাগে ২ স্বর্ণ ও ৫ ব্রোঞ্জ পদক নিয়ে রানার্সআপ হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
মহিলা বিভাগে চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসার দল পেয়েছে ৫ স্বর্ণ, ১ রৌপ্য ও ৩ ব্রোঞ্জ। রানার্সআপ বাংলাদেশ সেনাবাহিনী পেয়েছে ৪ স্বর্ণ ও ৬ রৌপ্য পদক।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি। উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার দলের ক্রীড়া অফিসার মো: রায়হার উদ্দিন ফকির, ফেডারেশনের সাধারণ সম্পাদক তাবিউর রহমান পালোয়ান ও যুগ্ম সম্পাদক মেসবাহ উদ্দিন আজাদ।