প্রথম জয়ের খোঁজে চেন্নাইর সামনে রাজস্থান
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১১:৫২ এএম, ১ এপ্রিল ২০১৯ সোমবার

দুই দলই ইতিমধ্যে দুটি করে ম্যাচ খেলে ফেলেছে। কিন্তু দু’দলেরই অবস্থান বিপরীত। রাজস্থান রয়্যালস এখনও পর্যন্ত কোনো জয় পায়নি। বিপরীতে আগের দুই ম্যাচেই জয় পেয়েছে চেন্নাই সুপার কিংস। তৃতীয় ম্যাচে এসে রাজস্থানের লক্ষ্য প্রথম জয়। অন্যদিকে চেন্নাই সুপার কিংসের লক্ষ্য অপরাজেয় রেকর্ড ধরে রাখা।
চেন্নাইর এম চিদাম্বরম স্টেডিয়ামে অভিন্ন লক্ষ্য নিয়েই মুখোমুখি দু’দল এবং শুরুতেই টসের কয়েন নিক্ষেপে জয় হলো রাজস্থান অধিনায়ক আজিঙ্কা রাহানের। তবে টস জিতে তিনি শুরুতেই ব্যাটিংয়ে পাঠালেন মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসকে।
টস হেরে ব্যাট করতে নেমে অবশ্য শুরুতেই রাজস্থান বোলারদের বিধ্বংসী বোলিংয়ের শিকার চেন্নাই। ১ রানেই প্রথম উইকেট, ১৪ রানে তৃতীয় উইকেট হারিয়ে ধুঁকতে শুরু করে তারা। এরপর ২৭ রানের মাথায় হারিয়েছে তৃতীয় উইকেট। ফিরে গেছেন আম্বাতি রাইডু, শেন ওয়াটসন এবং কেদার যাদব।
এ রিপোর্ট লেখার সময় ৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৭ রান করেছে চেন্নাই। ৭ রান নিয়ে সুরেশ রায়না এবং কোনো রান না করে উইকেটে রয়েছে মহেন্দ্র সিং ধোনি।