শনিবার   ২৭ ডিসেম্বর ২০২৫   পৌষ ১২ ১৪৩২   ০৭ রজব ১৪৪৭

অন্যায়কারী কেউই রেহাই পাবে না: ভূমি মন্ত্রী

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:০৩ এএম, ১ এপ্রিল ২০১৯ সোমবার

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, ভূমি মন্ত্রণালয়ে কর্মরতদের আমার সঙ্গে দুর্নীতিমুক্ত ভূমি ব্যবস্থাপনা গড়তে থাকতে হবে। যারা এতে ‘কমফোর্ট ফিল’ করবেন না তাদের ঠিক করে ফেলা উচিৎ তারা কি করবেন। যারা অন্যায় করবেন তারা কেউই রেহাই পাবেন না।

রোববার ভূমি সংস্কার বোর্ডের উদ্যোগে রাজধানীর বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে ‘ভূমি সেবায় অধিকতর গতিশীলতা আনয়নে ই-নামজারির ভূমিকা’ শীর্ষক এক দিনের কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, যারা ভালো কাজ করবেন তাদের জন্যে থাকবে ‘রিওয়ার্ড’। এরই মধ্যে ভূমি মন্ত্রণালয়ে কর্মরতদের সম্পদের হিসাব নিয়েছি। এ সম্পর্কিত পরবর্তী কার্যক্রম খুব শিগগিরই ঘোষণা করা হবে।

তিন লাখ ৯৩ হাজারেরও বেশি ই-নামজারি কেস সম্পন্ন হয়েছে জানিয়ে তিনি বলেন, আগামী জুনের মধ্যেই সারাদেশে ই-নামজারি ব্যবস্থা চালু করা হবে। নামজারি সম্পন্ন করার সময়কাল ২৮ দিনে নামিয়ে আনা হয়েছে, এছাড়াও অনাবাসী বাংলাদেশিদের জন্য তা আরো কমিয়ে আনার ব্যবস্থা চলছে। 

ভূমি মন্ত্রী বলেন, ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে আমাদের অনেকেরই সম্যক ধারণা বেশ কম, যদিও সবার জীবন এবং পরিবারের সঙ্গে বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত। ভূমি সম্পর্কে জনগণকে সচেতন করতে আগামী ১০ই এপ্রিল সারাদেশে ভূমি সপ্তাহ এবং ভূমি উন্নয়ন কর মেলা পালন করা হবে। 

সেবাগ্রহীতাদের সুবিধার্থে অভিযোগ কেন্দ্র গঠনের জন্য হটলাইন, সরকারের সঙ্গে ভূমি সম্পর্কিত বিভিন্ন লেনদেনের জন্য ই-পেমেন্ট ব্যবস্থা চালু করতে একটি পেমেন্ট গেটওয়ে স্থাপন, অনাবাসী বাংলাদেশিদের সেবা দেয়ার জন্য একটি অনলাইন প্ল্যাটফর্ম চালু ও ল্যান্ড ব্যাংক করার বিষয়গুলো প্রক্রিয়াধীন বলেও জানান তিনি। 

 

তিনি বলেন, এগুলো মূলত পুরো ভূমি ব্যবস্থাপনাকে ইন্টিগ্রেটেড অটোমেশনের ভেতর নেয়ার পর্যায়ক্রমিক ধাপ।