শনিবার   ২৭ ডিসেম্বর ২০২৫   পৌষ ১২ ১৪৩২   ০৭ রজব ১৪৪৭

বাংলাদেশ-সুইজারল্যান্ডের দ্বিপাক্ষিক বৈঠক মঙ্গলবার

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:০২ এএম, ১ এপ্রিল ২০১৯ সোমবার

বাংলাদেশ ও সুইজারল্যান্ড পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপাক্ষিক বৈঠক মঙ্গলবার ঢাকায় অনুষ্ঠিত হবে।

বৈঠকে অংশ নেয়ার জন্য সুইজারল্যান্ডের একটি প্রতিনিধি দল চারদিনের সফরের রোববার ঢাকা এসে পৌঁছেছেন।

 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপাক্ষিক ও কনস্যুলার বিষয়ক সচিব অ্যাম্বাসেডর কামরুল আহসান সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী পররাষ্ট্র সচিব (এশিয়া ও প্যাসিফিক) অ্যাম্বাসেডর রাফায়েল নাগেলি এবং এ বৈঠকে নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করবেন।

ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের দূতাবাস জানায়, অর্থনৈতিক, উন্নয়ন সহযোগিতা এবং মানবিক সহায়তার বিষয়ে উভয় দেশের মধ্যকার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো সুদৃঢ় করাই হবে এ বৈঠকের মূল উদ্দেশ্য। আঞ্চলিক, বহুপাক্ষিক ও আন্তর্জাতিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও দু’দেশ আলোচনা করবে। 

সফরকালে অ্যাম্বাসেডর রাফায়েল নাগেলি ও সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশনের সহকারী মহাপরিচালক অ্যাম্বাসেডর থমাস গাসসহ সুইস প্রতিনিধিদল কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবে।

প্রতিনিধিদল ঢাকায় নাগরিক সমাজের প্রতিনিধি, ব্যবসায়িক ও কূটনৈতিক ব্যক্তিবর্গ, আন্তর্জাতিক সংস্থা এবং বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন।