শনিবার   ২৭ ডিসেম্বর ২০২৫   পৌষ ১২ ১৪৩২   ০৭ রজব ১৪৪৭

এফ আর টাওয়ার

‘১৮তলার অনুমতি নিয়ে ২৩তলা ভবন, জড়িতদের ছাড় নয়’

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:০১ এএম, ১ এপ্রিল ২০১৯ সোমবার

বনানীর এফ আর টাওয়ার ১৮তলার অনুমতি নিয়ে ২৩ তলা করার পেছনে জড়িতদের ছাড় দেয়া হবে না বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। 

রোববার শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে ‘দুদক মিডিয়া অ্যাওয়ার্ড-২০১৮’ প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। এ সময় তিনি স্বচ্ছতা ও জবাবদিহি বজায় রেখে সেবা সংস্থাগুলোর কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান।

 

দুদক চেয়ারম্যান বলেন, অনিয়মের সঙ্গে যারা জড়িত তাদের ক্ষমা হবে না। যদি এরা কোর্ট থেকে ছাড়া পায় দুদক থেকে ছাড়া পাবে না। যেসব দুর্নীতিবাজ সরকারি সম্পত্তি গ্রাস করেছে, নদী দখল করেছে, বিভিন্ন লুটপাটের অংশীদার হয়েছে, তারা সাবধান হয়ে যান।