মঙ্গলবার   ১৮ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৩ ১৪৩২   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

বরুণ-আলিয়ার আদুরে রোমান্স

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:১৮ পিএম, ৩১ মার্চ ২০১৯ রোববার

বলিউডের এই দুই তারকার প্রেমে ভক্তরা এমনিই পাগল। আর তারা যদি একসঙ্গে রূপলি পর্দায় ধরা দেন, তাও আবার রোমান্টিক দৃশ্যে বিষয়টা কী রকম হবে ভেবে দেখেছেন? ঠিক এই কাজই করলেন আলিয়া ভাট ও বরুণ ধাওয়ান।

 

এই সময় পত্রিকার খবরে বলা হয়, বরুণ আর আলিয়া এমনিই বলিউডের দুই হার্টথ্রব। 'কলঙ্ক'-তে তারা একসঙ্গে অভিনয় করছেন। সদ্য মুক্তি পেল কলঙ্কের টাইটেল ট্র্যাক। প্রীতমের সুর, সঙ্গে অরিজিৎ সিং- এর সুরেলা কণ্ঠে জমে ক্ষীর সুফি এই গান। সঙ্গে অতিরিক্ত মধু যোগ করেছে বরুণ-আলিয়ার রোমান্স।

এর আগে অবশ্য 'ফার্স্ট ক্লাস' আর 'ঘর মোহে' তে আলিয়া-বরুণের একঝলক রোমান্স দেখেই চমকে গিয়েছিলেন সকলে। সঙ্গে দেখা গিয়েছিল সোনাক্ষী সিনহা এবং আদিত্য রায় কাপুরকে। এছাড়াও কলঙ্কে অভিনয় করছেন সঞ্জয় দত্ত ও মাধুরী দিক্ষীতও। পরবর্তীতে এই সিনেমার অন্য একটি গানের ট্র্যাকে দেখা যাবে কুণাল খেমুকে।