খাটো পুরুষরাই ডেটিং-এ ‘ছক্কা হাঁকান’
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১২:০১ পিএম, ৩১ মার্চ ২০১৯ রোববার

ডেটিংয়ের ক্ষেত্রে কেমন পুরুষ পছন্দ? প্রায় ৩ হাজার নারীকে এমন প্রশ্ন করেছিল যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের এক দল গবেষক। বেশিরভাগ নারীই উচ্চতায় খাটো পুরুষদের পক্ষে ভোট দিয়েছেন।
গবেষণা দলটি জানায়, সাক্ষাৎকার নেয়া নারীদের মধ্যে বেশিরভাগই দাবী করেছে খাটো পুরুষদের আত্মবিশ্বাস সবচেয়ে বেশি। সে কারণেই তাদের পছন্দ। তারা জানেন নিজেকে কীভাবে মেলে ধরতে হয়। সাধারণত এরা সম্পর্ক নিয়ে নিরাপত্তাহীনতায় ভোগেন না। এছাড়া খর্বাকৃতি পুরুষরা খোলা মনের হয়। নিজের চেয়ে খাটো কারো সঙ্গেই ডেট করতে হবে, এমন অযৌক্তিক গোঁড়ামিকে এরা প্রশ্রয় দেয় না।
সচরাচর কম উচ্চতার পুরুষরা বিশ্বস্ত সঙ্গী হয়। এক জরিপে দেখা গেছে, একজন বেঁটে পুরুষ কোনো নারীকে যতবার ঠকায়, একজন ঠিকঠাক উচ্চতা সম্পন্ন পুরুষ তার দ্বিগুণ ঠকায়। ৫ ফুট ১০ ইঞ্চির বেশি যেসব পুরুষের উচ্চতা, তাদের মধ্যে এই প্রবণতা বেশি।
প্রেমের জন্যও কিন্তু খর্বাকৃতি পুরুষ আদর্শ। কেমন লাগবে যদি চোখের সামনে কারও ঘাড় বা কাঁধ থাকে? আই-টু-আই কনট্যাক্ট তখনই হবে যদি সে আপনার সমান উচ্চতার হয়। নারীদের উচ্চতা সাধারণ ৫ ফুট ১০ ইঞ্চির বেশি হয় না। তাই এই উচ্চতার কোনো পুরুষের সঙ্গে ডেট করলে সরাসরি চোখে চোখ রেখে প্রেম করা যায়। এতে রোম্যান্স হয় আরো রোমান্টিক।