মঙ্গলবার   ১৮ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৪ ১৪৩২   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

‘তুই আমার রানি’র ট্রেলারে পারিবারিক দ্বন্দ্ব ও প্রেম

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:২৯ এএম, ৩১ মার্চ ২০১৯ রোববার

আগামী শুক্রবার মুক্তি পেতে যাচ্ছে চিত্রনায়িকা মিষ্টি জান্নাত অভিনীত ‘তুই আমার রানি’ সিনেমাটি। সজল আহমেদ পরিচালিত এই ছবিতে মিষ্টির বিপরীতে অভিনয় করেছেন কলকাতার সূর্য। সিনেমাটি মুক্তির আগে প্রচারণার অংশ হিসেবে ইউটিউবে প্রকাশ করা হয়েছে সিনেমাটির ‘মিষ্টি’ ও ‘ক্রেজি পেয়ার’ শিরোনামের দু’টি গান ও ট্রেলার। যা এরই দর্শকমহলে বেশ সাড়া ফেলেছে। 

সিনেমাটির তিন মিনিট একুশ সেকেন্ড ব্যাপ্তির ট্রেলারে অ্যাকশন ও রোমান্সে ভরপুর। পাশাপাশি পারিবারিক দ্বন্দ্ব ও প্রেমের গল্পের আঁচ পাওয়া গেছে।

 

সিনেমাটি নিয়ে মিষ্টি জান্নাত বলেন, ‘তুই আমার রানি’ পরিপূর্ণ একটি বিনোদনমূলক সিনেমা। বড় বাজেট নিয়ে সিনেমাটি নির্মিত হয়েছে। সিনেমার প্রকাশিত দু’টি গান নির্মাণেই ব্যয় হয়েছে ৫২ লাখ টাকা। আমাদের এখানে গানে এতো বাজেট খুব কম দেখা যায়।দর্শক ট্রেলার পছন্দ করছেন, আশা করছি আমাদের সিনেমাটিও দর্শকরা প্রেক্ষাগৃহে গিয়ে দেখবেন।

বাংলাদেশের হ্যাভেন মাল্টিমিডিয়া ও কলকাতার প্রিন্স এন্টারটেইনমেন্টের ব্যানারে যৌথ প্রযোজনার এই সিনেমাটিতে সজল আহমেদের সঙ্গে নির্মাতা হিসেবে রয়েছে ভারতের পীযূষ সাহা। এতে বিশেষ কিছু চরিত্রে অভিনয় করেছেন আবু হেনা রনি, সজল, রেবেকা রউফ, ভারতের রাজেশ শর্মা, সুপ্রিয় দত্ত, দোলন, কাঞ্চনসহ অনেকে।