মেয়াদোত্তীর্ণ ওষুধ : মুগদায় চার ফার্মেসির জরিমানা
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:০৭ এএম, ৩১ মার্চ ২০১৯ রোববার
মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় রাজধানীর মুগদায় চার ফার্মেসির জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
প্রতিষ্ঠানগুলো হলো- ভিআইপি ফার্মেসি, এনবি ফার্মা, সানজিদা ফার্মেসি এবং সুরাইয়া হাসপাতাল ফার্মেসি।
শনিবার (৩০ মার্চ) অভিযান চালিয়ে চার ফার্মেসির মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।
এরমধ্যে ভিআইপি ফার্মেসির ২০, এনবি ফার্মার ২০, সানজিদা ফার্মেসির ২০ এবং সুরাইয়া হাসপাতাল ফার্মেসির ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন অধিদফতরের ঢাকা জেলা অফিসের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মণ্ডল। সার্বিক সহযোগিতা করেন মুগদা থানার পুলিশ। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান অধিদফতরের কর্মকর্তারা।
