শনিবার   ২৭ ডিসেম্বর ২০২৫   পৌষ ১২ ১৪৩২   ০৭ রজব ১৪৪৭

রাজধানীর মোহাম্মদপুরে ১০ ফা‌র্মেসিকে জ‌রিমানা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:০৪ এএম, ৩১ মার্চ ২০১৯ রোববার

মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ১০ ফা‌র্মেসিকে জ‌রিমানা ক‌রে‌ছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

শ‌নিবার মোহাম্মদপুর এলাকায় পৃথক তিন‌টি অভিযান চালায় অধিদফতর। এতে ১০টি ফা‌র্মেসিকে মোট এক লাখ ১০ হাজার টাকা জ‌রিমানা করা হয়। এ ছাড়া অ‌ভিযা‌নে আলীবাবা সুইটস না‌মের এক প্র‌তিষ্ঠান‌কে ১০ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

 

অভিযান পরিচালনা করেন অধিদফতরের ঢাকাবিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (উপসচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ার, সহকারী প‌রিচালক ফাহমিনা আক্তার ও জান্নাতুল ফেরদাউস।

অধিদফতরের সং‌শ্লিষ্ট কর্মকর্তা জানান, ১০ ফার্মেসির মধ্যে খান ফার্মাকে পাঁচ হাজার টাকা, শাহিদা ফার্মেসিকে ১০ হাজার, পিএম ফার্মাকে ১০ হাজার, আল আমিন মেডিকেল সেন্টারকে ৫ হাজার, লিড ফার্মাকে ২৫ হাজার, কুষ্টিয়া ফার্মা‌কে ১৫ হাজার, তালহা মেডিসিন কর্নারকে ১০ হাজার, রনি মেডিকেল হলকে ১০ হাজার, সোহেল মেডিকেল কর্নারকে ১৫ হাজার এবং মিলন মেডিকেল হলকে পাঁচ হাজার টাকা জ‌রিমানা করা হয়েছে।

অ‌ভিযা‌নে সার্বিক সহযোগিতা করেন আর্মড ব্যাটালিয়ন পুলিশের (এ‌পি‌বিএন-১) সদস্যরা।