মঙ্গলবার   ১৮ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৪ ১৪৩২   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

বৈশাখে আসছে সেনিজ ও তামিমের "প্রেম"

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:৫৪ পিএম, ৩০ মার্চ ২০১৯ শনিবার

সম্প্রতি নতুন একটি গানে কন্ঠ দিয়েছেন এই সময়ের জনপ্রিয় সংগীত শিল্পী চ্যানেল আই ক্ষুদে গানরাজ খ্যাত সেনিজ ও তামিম। "প্রেম " শিরোনামের গানটির কথা লিখেছেন এম.এ. আলম শুভ৷ সুর ও সংগীত করেছেন তামিম ইসলাম নিজেই।

 

সম্পূর্ণ ভিন্ন ধাঁচের রোমান্টিক গানটি প্রকাশিত হবে অডিও প্রযোজনা "জিসান মাল্টিমিডিয়া " থেকে। এই বৈশাখে গানটি রিলিজ হবে। গীতিকার এম.এ. আলম শুভ বলেন,গানটির কথা গুলো মন ছুঁয়ে যাওয়ার মতোই৷ আশা করছি গানটি সকল দর্শকশ্রোতাদের মন থেকে ভালো লাগবে৷

গানটি নিয়ে শিল্পীরা জানান, খুব রোমান্টিক ধাঁচের গান এটি, চেষ্টা করেছি ভালো কিছু করার। বাকিটা দর্শক শ্রোতা শুনলেই বুঝতে পারবেন। আশা করছি ভালো একটি গান শ্রোতারা পাবেন। 

 

চ্যানেল আই ক্ষুদে গানরাজ প্রতিযোগিতার মাধ্যমে দেশীয় সংগীত জগতে যাত্রা শুরু হয় তানিশা ইসলাম সেনিজের। বর্তমানে পড়াশোনা ও স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন সেনিজ। পাশাপাশি পরিকল্পনা করছেন নিজের পরবর্তী একক অ্যালবামের।