শনিবার   ২৭ ডিসেম্বর ২০২৫   পৌষ ১২ ১৪৩২   ০৭ রজব ১৪৪৭

চতুর্থ ধাপের উপজেলা ভোটের প্রচারণা শেষ মধ্যরাতে

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:৪৬ পিএম, ৩০ মার্চ ২০১৯ শনিবার

পঞ্চম উপজেলা পরিষদ নির্বচনের চতুর্থ ধাপের ভোটে সব ধরনের প্রচার-প্রচারণা শেষ হচ্ছে শুক্রবার মধ্যরাতে (রাত ১২টায়)। এই সময়ের পর আর কোনো প্রচার না চালানোর নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন(ইসি)।

 

এছাড়া এ সময়ে থেকে ইসির অনুমোদন ছাড়া মোটরসাইকেল চলাচলে থাকছে নিষেধাজ্ঞা।

উপজেলা পরিষদ নির্বাচন আইন অনুযায়ী, ভোটগ্রহণ শুরুর ৩২ ঘণ্টা পূর্বে নির্বাচনী প্রচার বন্ধ করতে হয়।

ভোটগ্রহণ শুরু হবে ৩১ মার্চ সকাল ৮টায়। সে অনুযায়ী, শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে প্রচার বন্ধ করার নির্দেশনা দিয়েছে ইসি।

এছাড়া শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে শুক্রবার মধ্যরাত ১২টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার জন্য মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে ইসি। আর অন্য যন্ত্রচালিত যানবাহন বন্ধ থাকবে ৩০ মার্চ মধ্যরাত ১২টা থেকে ৩১ মার্চ মধ্যরাত ১২টা পর্যন্ত।

ভোটের দিন নির্বাচনী এলাকায় এরই মধ্যে সাধারণ ছুটি ঘোষণা করেছে নির্বাচন কমিশন। 

নির্বাচনে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও শুক্রবার থেকেই মাঠে অবস্থান নিয়েছে। পুলিশ, র‌্যাব, বিজিবি ও আনসারসহ সব মিলিয়ে প্রায় দুই লাখ ফোর্স মোতায়েন করা হয়েছে।

ইসি সচিব হেলালুদ্দীন আহমদ নির্বাচনের প্রস্তুতির বিষয়ে সাংবাদিকদের জানান, সমস্যা সৃষ্টি হতে পারে এমন ৫০টিরও বেশি উপজেলায় নির্ধারিত আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে র‌্যাব ও বিজিবি অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে।

চতুর্থ ধাপে ৩১ মার্চ ১২২ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা। এধাপে ৮৮ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে ৩৯, ভাইস চেয়ারম্যান পদে ২২ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৭ জন রয়েছেন।

এছাড়া ১৫টি উপজেলার সবাই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সেগুলোতে নির্বাচনেরই প্রয়োজন হবে না। এজন্য এদিন ১০৭ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচনে চেয়ারম্যান পদে ৩৫১ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫৩৩জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪০৬ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছে।

৩১ মার্চ ভোটগ্রহণ হবে ৯ হাজার ৭৪০টি ভোটকেন্দ্রে। ২২ জেলার মোট ২ কোটি ৫৫ লাখ ৪০ হাজার ৭০৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন।

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তিন ধাপের ভোট এরই মধ্যে সম্পন্ন হয়েছে। ৩১ মার্চ চতুর্থ ধাপের ভোট সম্পন্ন হওয়ার পর ১৮ জুন পঞ্চম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।