বুধবার   ১৭ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ১ ১৪৩২   ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আর্জেন্টিনাকে বিদায় বললেন হিগুয়েন

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:০৩ এএম, ৩০ মার্চ ২০১৯ শনিবার

আর্জেন্টিনার জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন গঞ্জালো হিগুয়েন। পরিবার ও ক্লাবকে বেশি সময় দিতেই তিনি জাতীয় দল থেকে অবসর নিচ্ছেন বলে জানা গেছে।

 

রাশিয়া বিশ্বকাপের পর থেকে আর্জেন্টিনা দলে ডাক পাননি গঞ্জালো হিগুয়েন। আর্জেন্টিনার হয়ে ২০০৯ থেকে ২০১৮ পর্যন্ত মোট ৭৫টি ম্যাচ খেলেছেন হিগুয়েন। দেশের হয়ে ২০১০, ২০১৪ এবং সবশেষ ২০১৮ বিশ্বকাপে অংশ নিয়েছিলেন তিনি। রাশিয়া বিশ্বকাপে মোট ৫ গোলসহ আর্জেন্টিনার হয়ে ৩১টি গোল করেছেন তিনি।

জানুয়ারিতে ইতালিয়ান সিরি’আর ক্লাব জুভেন্টাস থেকে ধারে চেলসিতে যোগ দিয়েছেন হিগুয়েন। এক সময় জাতীয় দলের জার্সি গায়ে দাপিয়ে খেললেও রাশিয়া বিশ্বকাপের পর থেকে আর্জেন্টিনা জার্সিতে দেখা যায়নি তাকে।

 

হিগুয়েন বলেন, ‘আমি আমার পরিবারকে আরো সময় দিতে এমন সিদ্ধান্ত নিয়েছি। এছাড়া আমার মনে হয় দেশকে যা কিছু দেয়ার দিয়ে ফেলেছি। এখন আমি পুরোপুরি চেলসির প্রতি দায়বদ্ধ।’