আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভা অনুষ্ঠিত
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:২১ এএম, ৩০ মার্চ ২০১৯ শনিবার
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভা।
শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলীয় এ সভা অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ সভাপতির নেতৃত্বে সভায় যোগ দেন- শেখ সেলিম, কাজী জাফরুল্লাহ, ড. আব্দুর রাজ্জাক, ফারুক খান, মতিয়া চৌধুরী, সাহারা খাতুন, নুরুল ইসলাম নাহিদসহ আওয়ামী লীগের নীতি নির্ধারনী ফোরাম সভাপতিমণ্ডলীর ১২ জন সদস্য।
স্থানীয় সরকার নির্বাচনসহ দলীয় বিভিন্ন ইস্যুতে আলোচনা হয় এ বৈঠকে। আওয়ামী লীগের দফতরের কর্মকর্তাও উপস্থিত ছিলেন এ সভায়।
