অক্টোবরেই আওয়ামী লীগের জাতীয় সম্মেলন
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:২০ এএম, ৩০ মার্চ ২০১৯ শনিবার
কেন্দ্রীয় কমিটির তিন বছর মেয়াদ পূর্তিতে চলতি বছরের অক্টোবরে ২১তম জাতীয় সম্মেলনের প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ।
শুক্রবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত একাধিক নেতা জানিয়েছেন, অক্টোবরের মধ্যে সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন তারা। নির্ধারিত সময়ের মধ্যে দলীয় সম্মেলন করার প্রস্তুতির অংশ হিসেবে দ্রুত তৃণমূলের সম্মেলন সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা।
বৈঠক সূত্র জানায়, এদিন সম্মেলনের প্রস্তুতি গুছিয়ে আনতে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী পালনের লক্ষ্যে এবং দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে আটটি টিমও গঠন করা হয়েছে।
উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে যারা অভ্যন্তরীণ কোন্দল করেছে, দলের সিদ্ধান্তের বাইরে কাজ করেছে বা বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করছে তাদের বিরুদ্ধে সভায় সাংগঠনিক ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত হয়। সে সময় স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ে নির্বাচনে মন্ত্রী-এমপিদের কোন্দলে জড়িত থাকার তীব্র সমালোচনা করা হয়। যে মন্ত্রী-এমপি কিংবা দলীয় নেতা সংগঠনের মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করছেন না, তাদের কর্মকাণ্ডের ওপর প্রতিবেদন তৈরি ও ব্যবস্থা গ্রহণের জন্য সাংগঠনিক নির্দেশনাও দেয়া হয়।
বৈঠক শেষে আওয়ামী লীগ প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের সভাপতিমণ্ডলীর সদস্যদের নেতৃত্বে সদ্য গঠিত আটটি টিম রমজানের ঈদের পর থেকে কাজ শুরু করবে। এই টিমগুলো আগামী জাতীয় সম্মেলনের আগেই তৃণমূলের সব সম্মেলন সম্পন্ন করবে। যেসব অঞ্চলে সম্মেলন হয়েছে কিন্তু কমিটি গঠন করা হয়নি সেসব জায়গায় পূর্ণাঙ্গ কমিটি গঠন করে দলকে সাংগঠনিক ভাবে শক্তিশালী করতে ভূমিকা রাখবে টিমগুলো।
দলের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী এমপি, শেখ ফজলুল করিম এমপি, মোহাম্মদ নাসিম এমপি, কাজী জাফরউল্লাহ, এড সাহারা খাতুন এমপি, শ্রী পীযুষ কান্তি ভট্টাচার্য্য, নুরুল ইসলাম নাহিদ এমপি, ড. আব্দুর রাজ্জাক এমপি, কর্নেল (অব) ফারুক খান এমপি, শ্রী রমেশ চন্দ্র সেন এমপি, অ্যাডভোকেট আব্দুল মান্নান খান, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ এমপি ও উপ-দপ্তর ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সভায় উপস্থিত ছিলেন।
