গুলশান এলাকা এড়িয়ে চলার অনুরোধ মুশফিকের
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:০৯ এএম, ৩০ মার্চ ২০১৯ শনিবার

রাজধানীর গুলশান-১ এর ডিএনসিসি মার্কেটে আগুন লাগায় সে এলাকা এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং স্তম্ভ মুশফিকুর রহিম।
ঘটনার পর পরই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাসে এমনটাই জানিয়েছেন মুশফিক।
মুশফিকুর রহিম লিখেছেন, গুলশান-১ এ ডিসিসি মার্কেটে আগুন লেগেছে। ওই এলাকা এড়িয়ে চলুন। যেন ফায়ার সার্ভিস ও অন্যান্য জরুরী যানবাহনের চলাচলে অসুবিধা না হয়।
এদিকে, শনিবার সকাল ৬টায় জধানীর গুলশান-১ এর ডিএনসিসি মার্কেটে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে।
এছাড়া, উদ্ধার কাজে যোগ দিয়েছে সেনাবাহিনী ও নৌবাহিনী। প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ীরা জানান, ডিএনসিসি মার্কেটের কাঁচাবাজার থেকে আগুনের সূত্রপাত। আগুন ছড়িয়ে পড়েছে গুলশান শপিং সেন্টারেও। ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও নৌবাহিনীর সঙ্গে স্থানীয়রাও উদ্ধার কাজে সহায়তা করছে।