অগ্নি দূর্ঘটনা থেকে বাঁচতে কিছু নির্দেশিকা
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:০৮ এএম, ৩০ মার্চ ২০১৯ শনিবার

প্রতিদিনই দেশের বিভিন্ন জায়গায় অগ্নি দূর্ঘটনায় পুড়ছে অনেক তাজা প্রাণ। দুর্ঘটনা আকস্মিক এবং তা প্রতিদিন ঘটে না, এমন কথা এখন আর খুব একটা মানসই না। তাই অগ্নি প্রতিরোধের সচেতন হোন এবং অনাকাঙ্খিত দূর্ঘটনা থেকে বাঁচার জন্য কিছু নির্দেশিকা জেনে নিন-
* অগ্নিকান্ডের প্রধান কারণ অসাবধাণতা। অগ্নি প্রতিরোধে সচেতন থাকুন সবসময়।
* রান্নার পর চুলার আগুন সম্পূর্ণ নিভিয়ে ফেলুন।
* বিড়ি-সিগারেটের জ্বলন্ত অংশ নিভিয়ে নিরাপদ স্থানে ফেলুন।
* ছোট ছেলে-মেয়েদের আগুন নিয়ে খেলা থেকে বিরত রাখুন।
* খুব বেশি প্রয়োজন না হলে খোলা বাতি ব্যবহার করবেন না।
* ক্রটিযুক্ত বা নিম্নমানের বৈদ্যুতিক তার, ফিটিংস ও সরঞ্জাম ব্যবহার থেকে বিরত থাকুন।
* বাসায়, অফিসে বৈদুতিক তার ও ওয়ারিং মাঝে মাঝে অভিজ্ঞ ইলেকট্রিশিয়ান দ্বারা পরীক্ষা করাতে হবে।
* সম্ভাব্য অগ্নিকান্ড মোকাবেলায় হাতের কাছে সব সময় দু’বালতি পানি বা বালু মজুদ রাখুন।
* বাসগৃহ, কলকারখানা ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নি নির্বাপনী যন্ত্রপাতি স্থাপন করুন এবং মাঝে মাঝে সেগুলির কার্যকারিতা পরীক্ষা করুন।
* কলকারখানায় অগ্নি নির্বাপণের জন্য পর্যাপ্ত পানির ব্যবস্থা রাখুন।
* গুদাম বা কারখানায় ধুমপান নিষিদ্ধ করুন ও দৃশ্যমান স্থানে সতর্কীকরণ পোষ্টার প্রদর্শনের ব্যবস্থা নিন।
* স্থানীয় ফায়ার স্টেশনের ফোন নম্বর সংরক্ষণ করুন এবং যে কোনো অগ্নি দূর্ঘটনায় দ্রুত সংবাদ দিন।
* স্থানীয়ভাবে অগ্নি প্রতিরোধ ও নির্বাপনের লক্ষ্যে স্বেচ্ছেোসেবক বাহিনী গড়ে তুলুন।